অনলাইন ডেস্ক : শিলচরে সেন্ট্রাল টেট পরীক্ষায় মোবাইল নিয়ে নকল করার অভিযোগে গ্রেফতার করা হলো এক পরীক্ষার্থীকে। আলি আহমদ চৌধুরী নামে ওই পরীক্ষার্থী হাইলাকান্দি জেলার ভাটিসাংজুরাইর বাসিন্দা।
পরীক্ষা গ্রহণ করা হয় শনিবার। আলী আহমদ পরীক্ষায় বসেছিলেন শিলচর শহর সংলগ্ন আউলিয়া এলাকার নিউ অক্সফোর্ড হায়ার সেকেন্ডারি স্কুল কেন্দ্রে। জানা গেছে পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকার পর প্রথমত তিনি মোবাইল লুকিয়ে রেখেছিলেন শৌচালয়ে। এরপর প্রাকৃতিক কর্ম সারার কথা বলে
শৌচালয়ে গিয়ে মোবাইল নিয়ে এসে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান। শৌচালয়ে গিয়ে তিনি মোবাইল মারফত বাইরের কারো সঙ্গে যোগাযোগ করে উত্তর সংগ্রহ করেছিলেন না, গুগল মারফত উত্তর সংগ্রহ করেছিলেন তা অবশ্য জানা যায়নি। তবে টুকাটুকি করতে গিয়ে ধরা পড়ার পর পরীক্ষা কেন্দ্রের অফিসার ইনচার্জ আলী আহমদকে সমঝে দেন পুলিশের কাছে। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে এজাহারও।
জানা গেছে পরীক্ষা কেন্দ্রে ঢুকার সময় তল্লাশি সত্বেও আলি আহমদ তল্লাশিতে নিযুক্ত কর্মীদের ফাঁকি দিয়ে অন্তর্বাসে লুকিয়ে মোবাইল ভেতরে নিয়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত অসদুপায় অবলম্বনের তার এই চেষ্টা সফল হয়নি।
আলী আহমদকে গ্রেফতারের পর পুলিশ রবিবার আদালতে পেশ করে। আদালতের নির্দেশে তাকে প্রেরণ করা হয়েছে জেল হাজতে।