অনলাইন ডেস্ক : শিলচর কাঁঠাল রোডের মাদার টেরেসা লেনে একই রাতে চুরি হলো দুটি বাড়িতে। রবিবার রাতের এই চুরির ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের।
চুরি হয়েছে গলির বাসিন্দা, ভাষাবিজ্ঞানী ড: বিশাখা দাস ও তার প্রতিবেশী স্বপ্না সিনহার বাড়িতে। বিশাখা দাস জানিয়েছেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভেতর আলমারি খোলা ও জিনিসপত্র রয়েছে তছনছ অবস্থায়। ঘর থেকে হাতিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার ল্যাপটপ, এক্সটার্নাল হার্ডডিস্ক, আইপ্যাড, জুম ক্যামেরা ও দুটি মোবাইল ফোন সহ অন্যান্য সামগ্রী।তিনি আরও জানান অরুনাচল প্রদেশের এক উপজাতি গোষ্টীর ভাষার বিকাশ সহ তাদের বর্ণমালা তৈরীর জন্য কাজ করছেন। দিন কয়েক আগেই ফিরেছেন অরুনাচল প্রদেশ থেকে। চুরি হওয়া ল্যাপটপ, হার্ডডিস্ক এসবে ছিল অরুণাচল প্রদেশের ওই উপজাতি গোষ্ঠীর ভাষা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। এসব খোয়া যাওয়ায় বেশ বিপাকে পড়ে গেছেন তিনি।
স্বপ্না সিনহা জানিয়েছেন, তার বাড়িতে চুরি হয় ভোরের দিকে। তিনি ঘুমিয়ে ছিলেন একা একটি ঘরে। পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তার স্বামী ও শাশুড়ি। হঠাৎ কেউ একজন তার গলায় থাকা সোনার চেন ধরে হ্যাচকা টান দিলে তিনি জেগে উঠেন। চিৎকার শুরু করলে পাশের ঘরে থাকা তার স্বামী এবং শাশুড়িও জেগে উঠেন। চোর ছিল দুজন, তারা চিৎকার শুরু করলে এই দুজন পালিয়ে যায়। তবে নিয়ে যেতে সক্ষম হয় তার গলায় থাকা সোনার চেন। স্বপ্না সিনহা জানিয়েছেন, দুই চোরের মুখ ছিল কালো কাপড় দিয়ে বাধা। তাদের পরনে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট।
একই রাতে গলির দুটি বাড়িতে চুরির ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্কের। এলাকাবাসী জানিয়েছেন ওই এলাকায় ইদানিং ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। পুলিশের রিপোর্ট করা হলেও ধরপাকড়ের খবর নেই। আর এভাবে ধরা না পড়ায় দিনকে দিন বেড়েই চলেছে চোরদের সাহস।