অনলাইন ডেস্ক : পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য পুলিশের পক্ষ থেকে কিছু মূল্যবান বই তুলে দেওয়া হল শিলচরের রাধামাধব কলেজ ও উইমেন্স কলেজ কর্তৃপক্ষের হাতে। মঙ্গলবার পুলিশ সুপার নূমল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন দুই কলেজে গিয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দেন বই।
পুলিশ সুপার জানান,রাজ্যের পুলিশ প্রধান জি.পি সিং এর তরফে সিভিল সার্ভিসে আগ্রহী পড়ুয়াদের জন্য পাঠানো হয়েছে সব বই। কলেজ গুলোর লাইব্রেরীতে এসব বই থাকলে পড়ুয়ারা সেসব পড়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে।
রাধামাধব কলেজে দুই পুলিশকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বইগুলো সমঝে নেন অধ্যক্ষ ডঃ দেবাশিস রায় ও কলেজ লাইব্রেরিয়ান ডঃ সোনালী চৌধুরী সহ অন্যান্যরা। বই তুলে দেওয়ার পর পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার কলেজের অবকাঠামো উন্নয়ন সহ কলেজ লাইব্রেরি, বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। কলেজ লাইব্রেরিয়ান ডঃ সোনালি চৌধুরী বলেন পুলিশ কর্তৃপক্ষ কলেজের জন্য যেসব মূল্যবান বই দিয়েছেন সেসব পড়ে ছাত্র ছাত্রীরা অনেক উপকৃত হবে ।
রাধামাধব কলেজের পর দুই পুলিশকর্তা উইমেন্স কলেজে গিয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দেন বই। উইমেন্স কলেজে বই সমঝে নেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড: শান্তনু দাস ও লাইব্রেরিয়ান ড: সরিতা ভট্টাচার্য।