অনলাইন ডেস্ক : বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘মিধিলি’। শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ বাংলাদেশের খেপুপাড়া উপকূলে ৮৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। ভোলা জেলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।
হাওয়া অফিস জানিয়েছে, গত ছয় ঘণ্টায় উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণিঝড় ২৫ কিলোমিটার বেগে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছিল। এদিন আড়াইটা নাগাদ খেপুপাড়া থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এরপর তা আরও উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে এসে খেপুপাড়া উপকূলে আছড়ে পড়ে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টি। স্থলভাগ দিয়ে যাওয়ার সময় ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড়। তবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর, ফেনি, বরগুনা, পটুয়াখালি, ভোলা, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি শুরু হয়েছে। মিধিলির প্রভাবে ভোলা জেলায় সৃষ্ট ঝড়ের তাণ্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ৩টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নিখোঁজ রয়েছেন এক জেলেও।
এদিকে, ঘূর্ণিঝড়ের হালকা প্রভাব পড়তে শুরু করেছে অসম ও পশ্চিমবঙ্গেও। দুপুর থেকেই চলছে বিরামহীন বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে থাকা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।