অনলাইন ডেস্ক : তিনি হাজির হবেন মঞ্চে, আর শোলের সেই বিখ্যাত ডায়লগ ‘অ্যংরেজো কি জমানা কি জেইলর’-আউড়াবেন না তা কি হয়। শুক্রবার মহাষষ্ঠীর রাতে এভাবেই শিলচর অম্বিকাপুর পূর্বপাড়া পূজা কমিটির উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুললেন বলিউডের প্রবীণ কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি।
পুরো নাম গোবর্ধন আসরানি হলেও তাকে শুধু আসরানি নামেই চেনে গোটা দেশ। অনুষ্ঠানে প্রায় ২৫ মিনিট দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়ে কৌতুকের মাধ্যমে তাদের মাতিয়ে তোলার পাশাপাশি তিনি আলাপচারিতাও শামিল হোন। কৌতুকের মাধ্যমে দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলার পাশাপাশি আলাপচারিতার মাঝে কিছুটা আবেগিক হয়ে বলেন, সশরীরে দর্শক শ্রোতাদের সামনে হাজির হয়ে নিজের সম্পর্কে যতটুকু অনুভব করা যায় সিনেমায় অভিনয় করে তা হয়ে উঠে না। দর্শকরা কোনও অভিনেতাকে কিভাবে নিচ্ছেন, সরাসরি তাদের সামনে হাজির হলেই তা অনুধাবন করা সম্ভব। আর এদিন দর্শক-শ্রোতারা যেভাবে তাকে উজাড় করে ভালোবাসা দিয়েছেন এ থেকে তিনি অনুভব করতে পারছেন, বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রির যাত্রা অব্যাহত থাকবে দীর্ঘদিন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আসরানি পুজো কমিটির মন্ডপে ঢুকে দেবীর উদ্দেশ্যে আরতিও নিবেদন করেন। এদিনের এই জমজমাট অনুষ্ঠানে আসরানির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন সারেগামাপা খ্যাত সঙ্গীতশিল্পী মধুবন্তি বসু এবং জিৎ চক্রবর্তীও। এই দুজনের সঙ্গীতেও মেতে ওঠেন দর্শক শ্রোতারা। সঞ্চালনায় ছিলেন বলিউডের শিল্পী সঞ্জীব রাঠোর। সব মিলিয়ে ষষ্ঠীর রাতে জমজমাট হয়ে উঠে ভিড়ে ঠাসা পূর্বপাড়ার অনুষ্ঠান।