অনলাইন ডেস্ক : মন্দিরে মূর্তি ভাঙচুরকে ঘিরে শিলচর শহর সংলগ্ন দুধপাতিল এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনার।
ঘটনা ঘটেছে ছোটদুধপাতিল বাগানে যাওয়ার রাস্তায় বাঘমারা মাঠ সংলগ্ন এলাকায় শ্মশান কালীবাড়ি ও অদূরবর্তী সন্ন্যাসী বাড়িতে। এলাকার বাসিন্দা পাপ্পু গোয়ালা সহ অন্যান্যরা জানিয়েছেন, শুক্রবার সকালে নজরে পড়ে কালী বাড়ির কালী মূর্তি ভাঙ্গা, এছাড়া শিবলিঙ্গ ঢেকে দেওয়া হয়েছে একটি বালতি দিয়ে। এছাড়া কালিবাড়িতে আগুন
ধরানোর জন্য চেষ্টা চালানো হয়েছিল এমন কিছু চিহ্নও নজরে পড়ে। এসবের পাশাপাশি অদূরবর্তী সন্ন্যাসী বাড়িতে কিছুটা ভাঙচুর করা হয় শিব মূর্তিতেও।
সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বহু লোক সেখানে জমায়েত হন, সৃষ্টি হয় উত্তেজনার। এলাকাবাসী আরও জানিয়েছেন, এলাকার কিছু দোকান এবং বাড়িতে বিদ্যুতের বাল্ব এবং মিটার বাক্সও ভাংচুর করা হয়েছে।
উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য পুলিশকর্তারা । তারা সবকিছু খতিয়ে দেখে স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলেন। স্থানীয় লোকেরা, এই ঘটনায় যারাই জড়িত তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে অন্যতম বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন।
ঘটনা ঘটেছে ছোটদুধপাতিল বাগানে যাওয়ার রাস্তায় বাঘমারা মাঠ সংলগ্ন এলাকায় শ্মশান কালীবাড়ি ও অদূরবর্তী সন্ন্যাসী বাড়িতে। এলাকার বাসিন্দা পাপ্পু গোয়ালা সহ অন্যান্যরা জানিয়েছেন, শুক্রবার সকালে নজরে পড়ে কালী বাড়ির কালী মূর্তি ভাঙ্গা, এছাড়া শিবলিঙ্গ ঢেকে দেওয়া হয়েছে একটি বালতি দিয়ে। এছাড়া কালিবাড়িতে আগুন
ধরানোর জন্য চেষ্টা চালানো হয়েছিল এমন কিছু চিহ্নও নজরে পড়ে। এসবের পাশাপাশি অদূরবর্তী সন্ন্যাসী বাড়িতে কিছুটা ভাঙচুর করা হয় শিব মূর্তিতেও।
সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বহু লোক সেখানে জমায়েত হন, সৃষ্টি হয় উত্তেজনার। এলাকাবাসী আরও জানিয়েছেন, এলাকার কিছু দোকান এবং বাড়িতে বিদ্যুতের বাল্ব এবং মিটার বাক্সও ভাংচুর করা হয়েছে।
উত্তেজনা ছড়িয়ে পড়ার খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ অন্যান্য পুলিশকর্তারা । তারা সবকিছু খতিয়ে দেখে স্থানীয় লোকেদের সঙ্গে কথাবার্তা বলেন। স্থানীয় লোকেরা, এই ঘটনায় যারাই জড়িত তাদের গ্রেফতারের জন্য ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে অন্যতম বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছেন।