অনলাইন ডেস্ক : কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং জাতীয় ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকা প্রকাশ করেছেন। এনআইটি শিলচরের অ্যাসিস্টেন্ট রেজিস্ট্রার রুপজ্যোতি দেব জানিয়েছেন, এনআইটি শিলচর সমস্ত ভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের মধ্যে ৪০ তম স্থান দখল করেছে। বিভিন্ন কলেজের মধ্যে সামগ্রিকভাবে ৮৩ তম ও ভারতের ৩১টি এনআইটির মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। উত্তর-পূর্বে এনআইটি শিলচরের অবস্থান দ্বিতীয় রয়েছে। আগের বছরের তুলনায় এবার এনআইটি শিলচরের স্কোর বেড়েছে। এনআইটি শিলচরের অনুষদ ২০২১-২২ মূল্যায়নের সময়কালে গবেষণা উপাদানে স্কোর ১২ শতাংশ উন্নতি হয়েছে। স্নাতক ফলাফলে স্কোর ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কারণ, ভাল সংখ্যক প্লেসমেন্ট রয়েছে, প্লেসমেন্টে বার্ষিক ১১ লক্ষের গড় বেতন সহ সর্বোচ্চ বার্ষিক বেতন প্যাকেজ ৫৫ লাখ পর্যন্ত রয়েছে।
গুরুত্বপূর্ণভাবে দেশের ৩১টি এনআইটির মধ্যে এনআইটি শিলচরের অবস্থান সপ্তম অবস্থানে রয়েছে এবং আইআইটি গুয়াহাটির পরে উত্তর-পূর্ব অঞ্চলে এনআইটি শিলচর দ্বিতীয় অবস্থানে রয়েছে। ইনস্টিটিউটের আরও উন্নয়নের জন্য এনআইটি শিলচর কতৃপক্ষ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল, নতুন গবেষণা ল্যাব স্থাপন, আইওটি, ড্রোন প্রযুক্তি, বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ারিং, জলের গাড়ি ইত্যাদি সহ নতুন এক্সিকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম শুরু হয়েছে। এনআইটি শিলচরের পরিচালক অধ্যাপক দিলীপ কুমার বৈদ্য প্রতিষ্ঠানকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার প্রচেষ্টার জন্য পূর্ববর্তী সঞ্চালক সহ সকল ফ্যাকাল্টি, স্টাফ সদস্য এবং ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন।