অনলাইন ডেস্ক : শিলচর সেন্ট্রাল জেল থেকে পলাতক দুই বন্দি হিফজুর রহমান ও দীপ নুনিয়ার এখনও সন্ধান মেলেনি। তবে এই পলায়ন কাণ্ডের পর জেলে নিযুক্তি দেওয়া হয়েছে ১৬ জন ওয়ার্ডার ( রক্ষী) ও ৩ জন এসিস্ট্যান্ট জেলারকে।
দুই বন্দির পলায়নের পর জেল পরিদর্শনে এসে প্রয়োজনের তুলনায় রক্ষী অনেক কম থাকার কথা অবগত হয়ে কারা বিভাগের আইজি পূবালী গোহাই আরও রক্ষী নিযুক্ত করা হবে বলে জানিয়ে গিয়েছিলেন। এরপর রাজ্যিক স্তরে বেশ কিছু রক্ষী ও অ্যাসিস্ট্যান্ট জেলার নিযুক্তি দেওয়ার পর এদের মধ্যে থেকে ১৬ জনকে পাঠানো হয়েছে এই জেলে। জানা গেছে ১৬ জন রক্ষীর মধ্যে ১ জন মহিলা এবং বাকি ১৫ জন পুরুষ। এরা সবাই বৃহস্পতিবার যোগ দিয়েছেন কাজে। আর নতুন করে নি যুক্তি দেওয়া ৩জন অ্যাসিস্ট্যান্ট জেলারের মধ্যে ১ জনও যোগ দিয়েছেন এদিন। অন্য ২ জনের শীঘ্রই যোগ দেওয়ার কথা।
জানা গেছে, এদিন ১৬ জন রক্ষী কাজে যোগ দেওয়ার পরও প্রয়োজনের তুলনায় সংখ্যাটা কিছু কমই থেকে গেছে। জেলে অনুমোদিত রক্ষী (ওয়ার্ডার) পদের সংখ্যা ৩২। আগে ছিলেন ১৩ জন রক্ষী, এর মধ্যে পলায়ন কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছে ২ জনকে। তাই বর্তমানে কাজে রত পুরানো ১১ জন ও নতুন ১৬ জনকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো ২৭।
এদিকে জেলের সুপারিনটেনডেন্ট জগদীশ ডেকা গতকাল বুধবার অবসর গ্রহণ করেছেন। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। তার স্থলে বর্তমানে সুপারিনটেনডেন্টের দায়িত্বভার অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেট কিষন চরাইকে।
দুই বন্দির পলায়নের পর জেল পরিদর্শনে এসে প্রয়োজনের তুলনায় রক্ষী অনেক কম থাকার কথা অবগত হয়ে কারা বিভাগের আইজি পূবালী গোহাই আরও রক্ষী নিযুক্ত করা হবে বলে জানিয়ে গিয়েছিলেন। এরপর রাজ্যিক স্তরে বেশ কিছু রক্ষী ও অ্যাসিস্ট্যান্ট জেলার নিযুক্তি দেওয়ার পর এদের মধ্যে থেকে ১৬ জনকে পাঠানো হয়েছে এই জেলে। জানা গেছে ১৬ জন রক্ষীর মধ্যে ১ জন মহিলা এবং বাকি ১৫ জন পুরুষ। এরা সবাই বৃহস্পতিবার যোগ দিয়েছেন কাজে। আর নতুন করে নি যুক্তি দেওয়া ৩জন অ্যাসিস্ট্যান্ট জেলারের মধ্যে ১ জনও যোগ দিয়েছেন এদিন। অন্য ২ জনের শীঘ্রই যোগ দেওয়ার কথা।
জানা গেছে, এদিন ১৬ জন রক্ষী কাজে যোগ দেওয়ার পরও প্রয়োজনের তুলনায় সংখ্যাটা কিছু কমই থেকে গেছে। জেলে অনুমোদিত রক্ষী (ওয়ার্ডার) পদের সংখ্যা ৩২। আগে ছিলেন ১৩ জন রক্ষী, এর মধ্যে পলায়ন কাণ্ডের জেরে সাসপেন্ড করা হয়েছে ২ জনকে। তাই বর্তমানে কাজে রত পুরানো ১১ জন ও নতুন ১৬ জনকে নিয়ে সংখ্যাটা দাঁড়ালো ২৭।
এদিকে জেলের সুপারিনটেনডেন্ট জগদীশ ডেকা গতকাল বুধবার অবসর গ্রহণ করেছেন। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানো হয়। তার স্থলে বর্তমানে সুপারিনটেনডেন্টের দায়িত্বভার অর্পণ করা হয়েছে ম্যাজিস্ট্রেট কিষন চরাইকে।