অনলাইন ডেস্ক : আবির চ্যাটার্জী, স্বস্তিকা মুখার্জি সহ টলিউডের রুপোলি পর্দার একঝাঁক তারকা। সঙ্গে সংযোজন অসমীয়া চলচ্চিত্রের চেনা মুখ নিশিতা গোস্বামী। বসন্তের আবহে শিলচরের জন্য ‘বিগ বোনাস ‘ নিয়ে হাজির ক্লাব ইচ্ছেডানা। আদ্যা মা প্রোডাকশনকে নিয়ে মার্চে ইচ্ছেডানার পক্ষ থেকে আয়োজিত হবে সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। শিলচর বঙ্গ ভবনে সেলুলোয়েড স্ক্রিনে আগামী ২৫-২৬ মার্চ দেখা যাবে এইসব ভালো ছবির উৎসব। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্যগুলি জানান ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যা মা প্রোডাকশনের সদস্যরা।
২৫-২৬ মার্চ, দুদিনে সাতটি ফিচার ফিল্ম সহ বেশ কয়েকটি তথ্যচিত্রও দেখানো হবে। ফিচার ফিল্মের তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তী, দেব অভিনীত প্রজাপতি সহ মায়াকুমারী, আবার বছর কুড়ি পরে, ঋষ, কাদম্বরী আজও -র মত ক্রিটিকসদের বাহবা কুড়ানো বাংলা ছবিগুলি। বাংলার পাশাপাশি একটি ফিচার এবং একটি অসমীয়া ডকুমেন্টারি ছবিও দেখানো হবে এই সাউথ আসাম ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবকে অন্য মাত্রায় নিয়ে যেতে কলকাতা এবং গুয়াহাটি থেকে আসছেন আবির চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, পরিচালক অরিন্দম শীল, সৌরভ দাস, অঙ্কিতা চক্রবর্তী, ইন্দ্রজিৎ মজুমদার, নিশিতা গোস্বামীর মত তারকারা। ২৫ মার্চ দুপুর একটায় ফিল্ম ফেস্টিভ্যালের সূচনা হবে। আপাতত দিনে সাতটি ফিচার এবং পাঁচটি শর্ট ফিল্ম দেখানোর পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ফিল্ম ফেস্টিভ্যালের শেষদিনে হবে রেড কার্পেট শো। সেইসঙ্গে অংশ নেওয়া ছবিগুলি থেকে সেরাদের বাছাই করে পুরস্কৃতও করা হবে। এই বিষয়ে কথা বলতে গিয়ে ক্লাব ইচ্ছেডানার শর্মিষ্ঠা দেব বলেন, বরাক উপত্যকার সঙ্গে দেশের বৃহত্তর সিনেমা জগতের পরিচয় আরও দৃঢ় করতে তার এই উদ্যোগ। সিনেমার সঙ্গে তারা আয়োজন করছেন ফ্যাশন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। তিনি বলেন, ‘টলিউডের প্রথম সারির অভিনেতা আবির চ্যাটার্জী, স্বস্তিকা মুখার্জী, অরিন্দম শীল, অঙ্কিতা চক্রবর্তী, সৌরভ দাস, ইন্দ্রনীল মজুমদার এবং অসমীয়া চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে নিশিতা গোস্বামী সহ অনেকেই কথা দিয়েছেন অনুষ্ঠানে আসবেন। কয়েকটি অসমীয়া ডকুমেন্টারি দেখানোর কথাও রয়েছে আমাদের। সব মিলিয়ে চলচ্চিত্রের একটা উৎসব বরাক উপত্যকায় আয়োজিত হতে চলেছে যা এই অঞ্চলের চলচ্চিত্র নির্মাণের চিত্র অনেকটাই পাল্টে দেবে। ঋত্বিজ এবং বীক্ষণের মত আয়োজকরা বহুদিন ধরে এই উপত্যকায় ফিল্ম ফেস্টিভ্যাল করছেন এবং তার প্রভাব পড়েছে সমাজে। আমরা প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব করছি এবং বহু অভিনেতা, অভিনেত্রী, ডিরেক্টর এতে যোগ দিচ্ছেন।’
সেরাদের বাছাই করার জন্য দুজন জুরি থাকবেন বলে জানান আয়োজকরা। এরমধ্যে একজন শিলচরের বলেও জানিয়েছে তারা।ভালোমানের স্থানীয় কোনো তথ্যচিত্র থাকলে এই ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে বলে জানান শর্মিষ্ঠা। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন আদ্যা মা প্রোডাকশনের হিরকজ্যোতি পাল, প্রেম শুক্লা, মানসী নন্দী, অর্জুন পাল, অলকা দেব প্রমুখ।