অনলাইন ডেস্ক : শিলচরের দুই প্রান্তে দুটি পৃথক পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন। রংপুর এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই এলাকার শান্তি পাড়ার বাসিন্দা আবগারি বিভাগের হেড কনস্টেবল বিজয় শুক্লবৈদ্য (৫৬)। অন্যজন আখতার আলি (৫০) দুর্ঘটনার কবলে পড়েন উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ড এলাকায়।আফতার আলী ছিলেন করিমগঞ্জ জেলার গোয়াসপুরের বাসিন্দা।উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ডে তিনি ভাড়া বাড়িতে থাকতেন।
দুটি দুর্ঘটনাই ঘটে রবিবার রাতে।পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে সাতটা নাগাদ বিজয় শুক্লবৈদ্য রংপুরে শান্তি পাড়ার কাছে রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় একটি বাইক তাকে ধাক্কা মারে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় বাইক চালকই তাকে নিয়ে যায় মেডিকেল কলেজ হাসপাতালে। তবে মেডিকেলে পৌঁছে দিয়ে বাইক চালক সরে পড়ে। পরবর্তীতে মেডিকেলে মৃত্যু ঘটে বিজয়বাবুর।
উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ডে দুর্ঘটনা ঘটে রাত সাড়ে আটটা নাগাদ। আফতার আলী রাস্তা পার হওয়ার সময় তাকে ধাক্কা মারে একটি আইটেন গাড়ি। গুরুতর আহত অবস্থায় তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সোমবার সকালে তার মৃত্যু ঘটে। বিজয় শুক্লবৈদ্য ও আফতার আলী এদিনই দুজনের মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।