অনলাইন ডেস্ক : প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজার আল-আহলি আরব হাসপাতালে যুদ্ধে আহতরা চিকিৎসাধীন ছিলেন। সেখানেই বোমা বিস্ফোরণে পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, এই ঘটনায় ইজরায়েলকে কাঠগড়ায় তোলা হলেও তেল আভিভ অভিযোগ অস্বীকার করেছে।
এদিন এক্স হ্যান্ডলে একথা জানিয়ে মোদি লিখেছেন, তিনি আব্বাসকে জানিয়েছেন, ভারতের তরফে এই ঘটনায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি ওই অঞ্চলের সন্ত্রাসবাদ, হিংসার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন তিনি। উল্লেখ্য, বুধবারই প্রধানমন্ত্রী এই বিস্ফোরণের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনায় অভিযুক্ত ইজরায়েলের দিকে আঙুল তুলতে দেখা যায়নি তাঁকে। যদিও সরাসরি প্যালেস্টাইনের জঙ্গিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সে সম্পর্কেও কিছু বলেননি মোদি।
সেই সঙ্গে প্রধানমন্ত্রী এও বলেছেন, মানবিকতার স্বার্থে প্যালেস্তাইনকে সবররকম সাহায্য পাঠাবে ভারত। সন্ত্রাসবাদের প্রসঙ্গও এদিনের আলোচনায় উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লি যে কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপ ও হিংসাকে বরদাস্ত করে না তা জানিয়েছেন আব্বাসকে। সেই সঙ্গে পশ্চিম এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তবে মেহমুদ আব্বাসকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্যালেস্তাইনের সঙ্গে নয়াদিল্লির যে দীর্ঘ সম্পর্ক এবং এ ব্যাপারে ভারতের যে অবস্থান ছিল তা অটুট রয়েছে ও থাকবে।
পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধু ঘরোয়া রাজনীতির চাপ নয়, এ ব্যাপারে নয়াদিল্লির উপর পশ্চিম এশিয়ার চাপও ছিল। জ্বালানির জন্য পশ্চিম এশিয়ার উপর এখনও ভারতের নির্ভরশীলতা রয়েছে। সেই কারণে ভারসাম্য রেখে চলা ছাড়া উপায় নেই।