অনলাইন ডেস্ক : মনিপুর রাজ্যের গোষ্টী সংঘর্ষ মোটেই থামছে না। প্রায় চারমাস থেকে চলা গোষ্টী সংঘর্ষের পরও মনিপুরের জিরিবাম জেলা অনেকটা শান্ত ছিল। কিন্তু বৃহস্পতিবার জিরিবামের ব্যবসায়ী এস শরত সিংহের খুনের ঘটনায় পরিস্থিতি একেবারে বিগড়ে গেছে।টানটান উত্তেজনা বিরাজ করছে প্রতিবেশী মনিপুর রাজ্যের জিরিবাম জেলায়। ঘটনার বিবরণে জানা যায় জিরিবাম গুলালতলের প্রতিষ্টিত ব্যবসায়ী এস শরত কুমার সিংহ, বয়স ৫৯ বছর, তিনি বৃহস্পতিবার বিকেলে নিজের স্ত্রী ও এক পুত্রকে নিয়ে নিজের রাবার বাগান দেখতে উচারতল গিয়েছিলেন । সেখানে গিয়ে বাগান গুলো দেখে স্ত্রী এবং পুত্রকে বলেন তোমরা বাড়িতে চলে যাও আমি কিছুক্ষণ পর ফিরে আসব। কিন্তু সন্ধ্যা হয়ে যায় শরত কুমার সিংহ বাড়ি ফিরে যাননি। শুরু হয় খোজখবর। অনেক খোজাখুজির পর একেবারে অপ্রত্যাশিত ভাবে রাবার বাগান থেকে কিছুটা দূরে ফাইজল পুন্জির পাশের জঙ্গলে গলাকাটা অবস্থায় শরত কুমার সিংহের মৃতদেহ পাওয়া যায়।তখন রাত প্রায় সাড়ে আটটা। খবর পেয়ে জিরিবাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মৃতদেহ উদ্ধার করা স্হানের পাশেই কুকি সম্প্রদায়ের মানুষের বসতি রয়েছে। ধারণা করা হচ্ছে কুকি সম্প্রদায়ের মানুষ রাবার বাগান থেকে শরত কুমার সিংহকে তুলে নিয়ে খুন করেছে। এই ঘটনা নিয়ে জিরিবাম জেলায় উত্তেজনাকর পরিস্তিতির সৃষ্টি হয়েছে। উত্তেজনার মধ্যে কুকি সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বলে খবর পাওয়া যায়। জিরিবামের উচারতলে পাইতে বসতি এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে। দাউদাউ করে ঘরবাড়ি পুড়ছে। হঠাৎ করে শরত কুমার সিংহের খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে জিরিবাম জেলা। বিশাল পুলিশ বাহিনী পরিস্তিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।