অনলাইন ডেস্ক : পাহাড়ি রাজ্য মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি মোটেই নিয়ন্ত্রণ হচ্ছে না।এক বছরের অধিক সময় থেকে গোষ্টী সংঘর্ষে উত্তপ্ত মনিপুর।মাত্র কয়েকদিন বিরতির পর মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠেছে পাশ্ববর্তী রাজ্যটি। এদিন সকালে ৩৭ নম্বর শিলচর-ইম্ফল জাতীয় সড়কের কাইমাই পুলিশ থানার অন্তর্গত তলেনকুকি এলাকায় গুলি চালনার ঘটনা সংঘটিত হয়েছে।এবার ইম্ফলগামী তেল ও গ্যাসের ট্যাঙ্কারে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। চলন্ত তেল ও গ্যাসের ট্যাঙ্কার সহ বেশ কয়েকটি মাল বোঝাই লরি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুলিতে মারাত্মক আহত হয়েছেন একজন লরি চালক।
জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও গ্যাস ও তেলের ট্যাঙ্কার সহ মাল বোঝাই লরিগুলি জিরিবাম থেকে ইম্ফলের উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কাইমাই অঞ্চলের তলেনকুকি এলাকায় পৌঁছার সঙ্গে সঙ্গে অস্ত্রধারী একদল যুবক জঙ্গল থেকে বের হয়ে এসে তেল ও গ্যাসের ট্যাঙ্কার সহ মাল বোঝাই লরি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। বন্দুকের গুলিতে আহত হয়েছেন একজন চালক। পুলিশের সহায়তায় তাকে ভর্তি করা হয়েছে ইম্ফলের হাসপাতালে। গুলিতে তেল ও গ্যাসের ট্যাঙ্কারগুলোতে বড় বড় ছিদ্র হয়ে গ্যাস, তেল নষ্ট হয়ে যায় ঘটনাস্থলে। ঘটনা সংঘটিত করে অস্ত্রধারী যুবকের দল সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে মনিপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। এই গুলি চালানোর পেছনে কুকি দুর্বৃত্তদের হাত থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।