অনলাইন ডেস্ক : লক্ষীপুরের বিন্নাকান্দি উন্নয়ন খন্ড এলাকার দিলখুশ জিপিরতে মিশন অমৃত সরোবর যোজনার মাধ্যমে ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে আজ সোমবার । দিলখুশ বাগান পাঞ্চায়েত সহ বাগানের শ্রমিকরা একজোট হয়ে চা বাগানের জমিতে ফিসারি নির্মাণের প্রতিবাদ সাব্যস্ত করেন । বাগানের জমিতে ফিসারি নির্মাণের বিরুদ্ধে আজ সোমবার সোচ্চার হয়ে উঠেন শ্রমিকরা। ফিসারি তৈরির প্রতিবাদে বাগান শ্রমিকরা তাদের নিজ নিজ কর্ম থেকে বিরত থাকেন ,সেই সাথে বাগানের অফিস গৃহের সম্মুখে তারা প্রতিবাদ জানিয়ে শ্লোগান দিতে থাকেন । বাগান পঞ্চায়েত প্রতিনিধিরা বলেন সরকার ফিসারি তৈরি করবে তাতে তাদের কোন আপত্তি নেই ,কিন্ত তারা বাগানের জমিতে কোন ভাবেই ফিসারি খনন করতে দেবেন না । তারা বাগানের জমিতে ফিসারি তৈরি করতে দেবেন না বলে জানিয়ে দেন। বাগানের জমি ছাড়া অন্য কোন স্থানে ফিসারি খনন করলে তাদের কোন আপত্তি নেই বলে জানান । এই বাগানই তাদের একমাত্র উপার্জনের মাধ্যম,এখানেই তাদের রুটি রুজি,বাগানের জমি তারা নষ্ট করতে দিবেন না । বাগান কর্তৃপক্ষ বাগান পঞ্চায়েত ও শ্রমিকদের অন্ধকারে রেখে ফিসারি খননের অনুমতি কি ভাবে কে দিয়েছে এনিয়ে জোরদার চর্চা চলছে দিলখুশ চাবাগানে । সোমবার সকালে জেসিবি লাগিয়ে ঠিকাদার যখন ফিসারি নির্মানের কাজে হাত দেন তখন বাগান শ্রমিক ও বাগান পঞ্চায়েতের নজরে আসে বিষয়টি । তারা সবাই দিলখুশ বাগান ম্যানেজারের সাথে বিষয়টি নিয়ে দেখা করলে অনুমতির বিষয়ে কোন সদুত্তর পান নি । এর পর থেকেই তারা কর্মবিরতি শুরু করেন ।আজকের এই কর্মবিরতি কার্য্য সূচিতে প্রায় দুইশত শ্রমিকের দল অংশগ্রহণ করতে দেখা যায় । দিলখুশ জিপি সভানেত্রী বলেন বিন্নাকান্দি উন্নয়ন খন্ড ও দিলখুশ জিপির মাধ্যমে মিশন অমৃত সরোবর যোজনায় দিলখুশ বাগানের একটি ফিসারি নির্মান করা হবে । বাগানের জমিতে এই ফিসারি নির্মাণের লিখিত ভাবে অনুমতি নিয়েই ঠিকাদার কাজে হাত দিয়েছেন । বাগান কর্তৃপক্ষ বিন্নাকান্দি খন্ড উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অনুমতি দিয়েছেন বলে জানান তিনি । বাগান কতৃপক্ষের অনুমতি প্রদান নিয়ে সন্দেহ প্রকাশ করে ফিসারি নির্মাণের প্রতিবাদ সাব্যস্ত করেন বাগান শ্রমিকরা।