অনলাইন ডেস্ক : হিজাব বিরোধী আন্দোলনে এবার দুই কিশোরকে মৃত্যুদণ্ড দিল ইরান । নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পুনর্বিবেচনা করার আরজি জানিয়েছিল দুই কিশোর। তবে আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ ও ‘পৃথিবীর বুকে দুর্নীতি’- এই দুই অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদি এই আদেশ কার্যকর হয়, তাহলে হিজাব বিরোধী আন্দোলনের সর্বকনিষ্ঠ হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে দুই কিশোরকে। প্রসঙ্গত, আন্দোলনে অংশগ্রহণের শাস্তি হিসাবে একাধিক প্রতিবাদীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ইরানের প্রশাসন। বেশ কয়েকজনের আদেশ কার্যকরও হয়ে গিয়েছে।১৮ বছর বয়সি মেহদি মহম্মদিফার্দ ও ১৯ বছরের কিশোর মহম্মদ বরোউনি- দু’জনেই হিজাব বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিল। জলের বোতলে পেট্রল ভরে ক্ষতিকারক মলোটোভ ককটেল বানাচ্ছিল দুই কিশোর, এই অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও এই হাতবোমার ব্যবহার হয়েছে। ইরানের আইন বিভাগের ওয়েবসাইটে জানানো হয়েছে, এই অভিযোগ স্বীকার করে নিয়েছে মেহদি। সাক্ষ্যের ভিত্তিতেই তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে বয়সের কারণে তার সামনে এখনও দেশের উচ্চ আদালতে আবেদন করার সুযোগ রয়েছে।