অনলাইন ডেস্ক : অবশেষে শুক্রবার থেকে কেন্দ্রীয় হজ কমিটি চলতি বছরের অনলাইন হজ আবেদন প্রক্রিয়া শুরু করল। আগামী ১০ মার্চ পর্যন্ত অনলাইনে হজের আবেদন জমা করা যাবে। কেন্দ্রীয় হজ কমিটি হজের আবেদন জমার গাইড লাইন জারি করেনি তবে অন লাইনে হজের আবেদন জমার পূর্বে সংশ্লিষ্ট হজযাত্রী কিংবা গ্রুপকে ভালকরে গাইডলাইন পাঠ করে নিয়ে তারপর অনলাইনে আবেদন জমা করার অনুরোধ জানানো হয়েছে। অনলাইনে হজের আবেদন জমার পাঁচটি স্টেপ রয়েছে। এগুলি হলো যথাক্রমে রেজিস্ট্রেশন, লগ ইন, আবেদন প্র-পত্র পূরণ করা,হজযাত্রীর নথি আপলোড ও সর্বশেষ পূরণ করা প্রপত্র ডাউনলোড। এতে আরও জানানো হয়েছে প্রত্যেক হজ আবেদনকারীকে অবশ্যই একটি ভারতীয় মোবাইল নম্বর থাকতে হবে। সংশ্লিষ্ট হজযাত্রী নির্ধারিত সাইজের হাল আমলের ছবি আপলোড না করলে আবেদন পন্জীয়ন হবে না। এছাড়াও হজ আবেদনকারীকে মেসিনে পাঠযোগ্য পাসপোর্টের প্রথম ও শেষ পাতা, ঠিকানার প্রমাণ,কোভিড ভেকসিন সার্টিফিকেট ও কভার হেডের কেন্সেল চেক অথবা ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতা আপলোড করতে হবে।
অনলাইনে হজের আবেদন করার পর ডাউনলোড করা কপির সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সহ সংশ্লিষ্ট জেলা হজ কমিটির মাধ্যমে তা রাজ্য হজ কমিটির কার্যালয়ে পাঠানো হবে। রাজ্য হজ কমিটি থেকে প্রয়োজনীয় নথি যাচাই করে কভার নম্বর মঞ্জুর করা হবে।