অনলাইন ডেস্ক : বদরপুর বিধানসভা এলাকায় এবারের পঞ্চায়েত ভোটে প্রত্যেক গ্রুপে প্রার্থী দেবে অসম গণ পরিষদ।অসমে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনগণের স্বার্থে নিরলস কাজ করে গেলেও বদরপুরে উন্নয়নের ছোঁয়া লাগেনি।অগপ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তথা আইনজীবী দাইয়ান হোসেন রবিবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির বিষয় তুলে ধরেন দাইয়ান। তিনি জানান, বিগতদিনে যারা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তারা উন্নয়নের জন্য কিছুই করেননি।এদের মধ্যে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন।তাই উপযুক্ত নেতৃত্বের অভাবে আজ বদরপুর অনেক পেছনে পড়ে রয়েছে।বদরপুর বিধানসভা এলাকার ফোরটিন ফাইনান্স ও ফিফটিন ফাইনান্স থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পে অবাধ দুর্নীতি পরিলক্ষিত হচ্ছে।এসবের আজ পর্যন্ত সঠিক তদন্ত হয়নি।এদিন সাংবাদিক সম্মেলনে দাইয়ান তিনটি ঘোষণা করেন।তিনি বদরপুরবাসীকে গ্রামোন্নয়নের ক্ষেত্রে কোনও দুনীতি পরিলক্ষিত হলে এই নন্বরে ৬০০২৫৮১৯৬৮ যোগাযোগ করে অভিযোগ জানানোর আহ্বান করেন।তিনি ...