অনলাইন ডেস্ক : দেশের অভিজাত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-তে ফের বামেদের জয়ধ্বজা উড়ল। মূল প্রতিদ্বন্দ্বী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে দুরমুশ দিয়ে প্রধান চার আসনেই জয় হাসিল করলেন বাম ছাত্রনেতারা। সুতরাং, বামেদের দাপট এবারও অব্যাহত। এবিভিপিকে হারিয়ে চার আসনেই জয়ী হয়েছেন বাম ছাত্র সংগঠনের জোট প্রার্থীরা।
জেএনইউ-এর ছাত্র সংসদের প্রেসিডেন্ট পদে ৯২২ ভোটে জেতেন বাম প্রার্থী ধনঞ্জয়। তাঁর প্রাপ্ত ভোট ২,৫৯৮। অন্যদিকে, একই পদে এবিভিপি-র উমেশচন্দ্র আজমেরা পেয়েছেন ১৬৭৬ ভোট। সহ সভাপতি পদে ৯২৭ ভোটে জয়ী হয়েছেন বাম প্রার্থী অভিজিৎ ঘোষ। তিনি পেয়েছেন ২,৪০৯ ভোট ও এবিভিপির প্রার্থী দীপিকা শর্মার ঝুলিতে যায় ১,৪৮২ ভোট। সাধারণ সম্পাদক পদে বাম প্রার্থী প্রিয়ংশী আর্য পেয়েছেন ২,৮৮৭ ভোট। এবিভিপি প্রার্থী অর্জুন আনন্দকে তিনি ৯২৬ ভোটে হারিয়েছেন। অর্জুনের প্রাপ্ত ভোট ১৯৬১। যুগ্ম সম্পাদক পদে বাম প্রার্থী মহম্মদ সাজিদ জিতেছেন ৫০৮ ভোটে। এই পদে তাঁর প্রাপ্ত ভোট ২৫৭৪। এবিভিপি প্রার্থী গোবিন্দ ডাঙ্গির ঝুলিতে আসে ২০৬৬ ভোট।