অনলাইন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কংগ্রেসকে শোকজ নোটিশ জারি করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে বিজেপি। বিজেপি অভিযোগ করেছে, কংগ্রেস ঘরে ঘরে গিয়ে তাদের গ্যারান্টি কার্ড বিতরণ করছে যা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের সামিল। সোমবার এ নিয়ে অভিযোগ পেশ করে বিজেপি এবং বিকেলেই প্রদেশ কংগ্রেস সভাপতিকে নোটিশ জারি করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ১১ এপ্রিল বেলা দুটোর মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে কংগ্রেসকে। নোটিশে বলা হয়েছে, ‘প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে গ্যারান্টি কার্ডে আপনাদের তারকা প্রচারকদের ছবি এবং দলীয় প্রতীক রয়েছে, যা আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে।’
বিজেপি তাদের অভিযোগে জানিয়েছে, কংগ্রেসের গ্যারান্টি কার্ডে প্রত্যেক শিক্ষিত যুবক-যুবতীকে প্রথম বছর এক লক্ষ করে এবং প্রতিটি গরিব পরিবারের একজন মহিলা সদস্যকে প্রতিবছর এক লক্ষ করে দেবার নিশ্চয়তা দেওয়া হয়েছে। কিন্তু এসব প্রতিশ্রুতি কোন তহবিল থেকে পূরণ হবে সে উৎস সম্পর্কে কিছু বলা হয়নি।
নোটিশে নির্বাচনী আধিকারিক বলেছেন, গ্যারান্টি কার্ডের সঙ্গে একটি ফর্ম রয়েছে যেখানে বেশ কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। কিছু তথ্য যা ব্যক্তিগত চিহ্নিত করণ তথ্যের পর্যায়ে পড়ে। ইস্তাহার এমন হওয়া উচিত যা বাস্তবসম্মত এবং তা পূরণের নির্দিষ্ট আর্থিক পন্থা থাকা জরুরি। ভোটারদের মন পেতে সেই প্রতিশ্রুতি করা দরকার যা পূরণ করা সম্ভব। বিভিন্নভাবেই প্রাথমিক পরীক্ষায় ধরা পড়েছে এই গ্যারান্টি কার্ড আচরণ বিধি ভঙ্গ করছে। এ ব্যাপারে কংগ্রেস দল এবং তাদের নেতাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা কেন নেওয়া যাবে না সেটা যেন কংগ্রেস লিখিতভাবে পেশ করে। অবশ্য এর আগে একই কারণে ভোটারদের তথ্য আহরণের জন্য বিজেপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনেছে সিপিএম। বিজেপির বিরুদ্ধে লিখিত অভিযোগ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে জমা দিয়েছে কংগ্রেসও।