নয়াদিল্লি : প্রায় ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণের ওপর বার্ষিক ১.৫ শতাংশ সুদ ছাড় অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কৃষি ক্ষেত্রে পর্যাপ্ত ঋণ প্রবাহ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। বুধবার সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ৩ লক্ষ টাকা পর্যন্ত স্বল্পমেয়াদী কৃষি ঋণের ওপর বার্ষিক ১.৫ সুদ ছাড়ে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রকল্পের অধীনে ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ সময়ের জন্য ৩৪,৮৫৬ কোটি টাকার অতিরিক্ত বাজেটের বিধান করা হয়েছে।
আতিথেয়তা এবং সংশ্লিষ্ট সেক্টরকে উজ্জীবিত করতে গ্রহণযোগ্য গ্যারান্টির সীমা বাড়ানোর জন্য ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের কর্পাস বৃদ্ধির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ভ্রমণ, পর্যটন এবং আতিথেয়তা সেক্টরের জন্য ইমার্জেন্সি ক্রেডিট লাইন গ্যারান্টি স্কিমের সীমা ৫০ হাজার কোটি টাকা বাড়ানোয় কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। (সংবাদ সংস্থা)