অনলাইন ডেস্ক : অসমে পরপর ট্রেডিং এবং স্টক মার্কেট কেলেঙ্কারির বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং তারা এখন পর্যন্ত প্রায় ৪০টি মামলা গ্রহণ করেছে। এর মধ্যে চারটি মামলার চার্জশিট আগেই পেশ করেছিল তারা এবার আরও পাঁচটি চার্জশিট পেশ করা হয়েছে।এই পাঁচটি মামলার একটিতে অভিযুক্তরা হলেন গুয়াহাটির এক বেসরকারি কোম্পানির ডিরেক্টর হেমেন রাভা, ম্যানেজার শংকর সাহা এবং অন্যান্যরা। তারা কম সময়ে বেশি টাকা রোজকারের লোভ দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছিল। আরেকটি মামলায় অভিযুক্তরা হল জিতেন ডেকা, ইন্দ্রানী দাস, সঞ্জীব ডেকা, হিমাংশু তালুকদার এবং আরো এক ব্যক্তি। তারা গৃহলক্ষ্মী নামের একটি প্রকল্পের মাধ্যমে অনেক টাকা সংগ্রহ করেছিল। বিনিয়োগকারীদের বলা হয়েছিল বছরে ১৫ শতাংশ সুদ দেওয়া হবে। আরেকটি মামলায় অভিযুক্তরা হলেন মৈনাও ব্রহ্ম, দীপঙ্কর ভট্ট, জ্যোতিষ্মান শর্মা। এছাড়া গগৈ, জয় মোদক, শংকর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম, দীনেশচন্দ্র রায় সহ আরো বেশ কয়েকজনের নাম রয়েছে এই পাঁচ চার্জসিটের তালিকায়। সিবিআই জানিয়েছে, তারা তদন্তে বহু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পেরেছে। প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়েছিল এবং সাইবার বিশেষজ্ঞদের সহায়তায় এসবের তথ্য সংগ্রহ করেছে সিবিআই।