অনলাইন ডেস্ক : শিলচর পুর নিগমের নির্বাচনের জন্য সংরক্ষিত আসনের তালিকা চূড়ান্ত করা হয়েছে সোমবার। দেখা গেছে রংপুর এলাকার ৩,৪ ও ৫ নম্বর এই তিনটি ওয়ার্ডই চলে গেছে অনুসূচিত জাতির জন্য সংরক্ষিত তালিকায়। এনিয়ে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। তিনটি আসনের মধ্যে একটিও সাধারণ শ্রেণীর জন্য উন্মুক্ত না থাকায় দোষারোপ করা হচ্ছে বিধায়ক মিহির কান্তি সোমকে।
নিগম গঠনের জন্য বিভিন্ন ওয়ার্ডের পুনর্বিন্যাসের পর দেখা যায় ৩ নম্বর ওয়ার্ডে অনুসূচিত জাতির লোক রয়েছেন ৩০’৫১ শতাংশ, ৪ নম্বর ওয়ার্ডে ৩৯’৬ শতাংশ এবং ৫ নম্বর ওয়ার্ডে ৩৯’৬১ শতাংশ। যার দরুন তিনটি ওয়ার্ডই চলে যায় সংরক্ষিতের তালিকায়। এরমধ্যে লটারি করে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়েছে অনুসূচিত মহিলাদের জন্য। ৫ নম্বর ওয়ার্ডে লড়তে পারবেন নির্ধারিত যোগ্যতা থাকা অনুসূচিত জাতির যে কেউ। এ নিয়ে রবিবার শিলচরে বিজেপির এক সভায়ও প্রশ্ন তোলেন দলের কেউ কেউ।
এদিকে ৩টি ওয়ার্ডই সংরক্ষিত হয়ে যাওয়ায় দোষারূপ করা হচ্ছে বিধায়ক মিহির কান্তি সোমকে। যারা এনিয়ে সোচ্চার তাদের বক্তব্য, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা ছিল মিহির বাবুর। তখন এনিয়ে সতর্ক থাকা উচিত ছিল তার। তিনি সতর্ক থাকলে এভাবে তিনটির তিনটি ওয়ার্ডই সংরক্ষিত হতো না। তাদের কথায়, পুনর্বিন্যাস এমনভাবে করা উচিত ছিল, যাতে অন্তত একটি ওয়ার্ডে লড়ার সুযোগ থাকে সাধারণ শ্রেণীর লোকেদের। কিন্তু পুনর্বিন্যাসের এর ক্ষেত্রে মিহির বাবু ব্যাপারটা মাথায় না রাখায় এলাকার সাধারণ শ্রেণীর লোক যারা পুরনির্বাচনে লড়তে আগ্রহী তাদের কাছে আর কোনোও সুযোগই রইল না।