অনলাইন ডেস্ক : করোনার দোহাই দিয়ে ২০২১ সালের জনগণনা করেনি কেন্দ্র সরকার অথচ তারা অসাংবিধানিকভাবে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ২০২৩ সালে অসমে সমষ্টি পুনঃনির্ধারণ বা ডিলিমিটেশন করেছিল, এবার একই পদ্ধতিতে শিলচর কর্পোরেশনের সমষ্টি নির্ধারণ করেছে, যা আমাদের চোখে অন্যায়, এমনটাই বললেন সাংসদ সুস্মিতা দেব।সোমবার শিলচর কর্পোরেশনের সংরক্ষণ নির্ধারণ নিয়ে লটারির প্রক্রিয়া শেষ হওয়ার পর তিনি মন্ত্রী অশোক সিংহলের কাছে চিঠি লিখেছেন। সুস্মিতা লিখেছেন, ‘২০২৪ সাল শেষ হতে চলেছে এবং ২০২৫ সালের নির্বাচনের জন্য সংরক্ষণ নির্ধারণ হচ্ছে ১৪ বছর পুরনো জনগণনার ভিত্তিতে। করোনার দোহাই দিয়ে কেন্দ্র সরকার ২০২১ সালে জনগণনা করেনি। এর প্রায় চার বছর পেরিয়ে গেছে অথচ সরকার জনগণনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুই করেনি। অথচ তারা ডিলিমিটেশনের মতো একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে। এর মাধ্যমে তারা শুধুমাত্র নিজেদের ব্যর্থতা প্রকাশ করেননি বরং সংবিধানের অবমাননা করেছেন। তারা ১৪ বছর পুরনো জনগণনার ভিত্তিতে সমষ্টি পুনঃনির্ধারণ করতে পারেন, একটা পুরসভার সংরক্ষণ নির্ধারণ করতে পারেন অথচ ২০২১ সালের জনগণনার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না।’