অনলাইন ডেস্ক : বাংলাদেশের গ্রেফতার হওয়া ইসকনের কর্মকর্তা চিন্ময় কৃষ্ণ দাস মহারাজকে মুক্তি প্রদান ও সেদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ জানালো বজরং দল সহ ওই দলের ছাত্র সংগঠন। প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার শিলচরে পালা ক্রমে স্থানে স্থানে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি দাহ করা হয় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কুশপুতুল।
এদিন বজরং দল ও দলটির ছাত্র সংগঠনের বিক্ষোভ কার্যসূচি শুরু হয় দুপুর ১ টায়। ছাত্র সংগঠনের সদস্যরা দুপুরে শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্তি প্রদান ও বাংলাদেশের হিন্দু নির্যাতন বন্ধের দাবিতে স্লোগানবাজি করেন। সে সময় দাহ করা হয় মহম্মদ ইউনূসের কুশপুতুলও। ছাত্র সংগঠনের সদস্যরা কুশপুতুলে আগুন ধরানোর সময় পুলিশ তাদের বাধা দেয়। তবে এরই মধ্যে কুশপুতুলে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও পরবর্তীতে পুলিশ জল ঢেলে আগুন নিভিয়ে দেয়।
দুপুরে ছাত্র সংগঠনের এই বিক্ষোভ কার্যসূচির পর পালাক্রমে বজরং দলের পক্ষ থেকে রংপুর, তারাপুর ইন্ডিয়া ক্লাব মোড়,রাঙ্গিরখাড়ি , অম্বিকাপট্টি মোড় এবং ঘুঙ্গুর মেডিকেল মোড়েও বিক্ষোভ প্রদর্শনের সঙ্গে সঙ্গে দাহ করা হয় কুশপুতুল।বজরং দলের কর্মকর্তা মিঠুন নাথ বলেন, বাংলাদেশে সরকারের পালা বদলের পর থেকেই
হিন্দুদের নানাভাবে হয়রানি ও নির্যাতন শুরু হয়েছে। মহারাজ চিন্ময় কৃষ্ণ দাস এর প্রতিবাদ করেছিলেন, এতে নানা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে তাকে। এসব মেনে নেওয়া যায় না কোনও অবস্থায়ই।