অনলাইন ডেস্ক : মণিপুরের কাংপোকপিতে ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পে কর্মরত কাছাড় জেলার উদারবন্দ এলাকার বাসিন্দা লাইস রাম কমল বাবু সিংহ সোমবার সকাল থেকে নিখোঁজ। পরিবারের লোকেদের ধারণা, তাকে অপহরণ করে নিয়ে গেছে কুকি জঙ্গীরা। তার স্ত্রী বেলারানি সিংহ মঙ্গলবার শিলচরে এক মামলা করেন এবং পরিবারের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আবেদন জানানো হয়, তারা যেন এতে হস্তক্ষেপ করেন।
বেলা রানী সিংহ জানান, প্রায় কুড়ি বছর ধরে মনিপুরে নির্মাণ-কর্মী হিসেবে কাজ করছেন কমল বাবু সিংহ (৫৭)। সোমবার সকালে কাজে যাওয়ার আগে ফোন করে ছেলের খোঁজ নিয়েছিলেন তিনি। তবে দুপুরের পর থেকেই তার মোবাইল বন্ধ। বেলা বলেন, ‘বিকেল সাড়ে ছয়টা নাগাদ যখন তাকে ফোন করি, সেটা বন্ধ দেখাচ্ছিল। সাধারণত তিনি মোবাইল বন্ধ রাখেন না। তার সহকর্মীদের কাছে ফোন করলে তারা জানান, কমল নিখোঁজ।’ তিনি জানান, মঙ্গলবার বেশ কয়েকবার স্বামীর নম্বরে ফোন করেছেন তিনি, তবে সেটা বরাবর বন্ধ দেখাচ্ছে। এতেই তাদের সন্দেহ, কমল বাবুকে কুকি জঙ্গিরা অপহরণ করেছে। তিনি বলেন, ‘ইম্ফল থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভারতীয় সেনাবাহিনীর একটি নির্মাণ কাজ চলছে এবং সেখানেই কর্মরত ছিলেন কমল বাবু। স্থানীয়রা জানিয়েছে, তিনি ক্যাম্পের ভেতরে গিয়ে ঢুকছেন, এই মুহূর্তের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। তবে বেরিয়ে আসার কোনও ফুটেজ নেই। এমনকি তার স্কুটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতেই আমাদের সন্দেহ আরো গভীর হয়েছে।’
মঙ্গলবার পরিবারের লোকেদের নিয়ে পুলিশ সুপার নুমাল মাহাত্তার সঙ্গে দেখা করেন বেলারানি। বিকেলের শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পুলিশ সুপার তার কথায় একটি মামলা গ্রহণ করেছেন এবং মনিপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘আমরা অসমে থাকা শান্তিপ্রিয় লোক। আমার স্বামী কোনো ব্যক্তির সঙ্গে কখনো ঝগড়া করেননি। একজন নিরীহ ব্যক্তিকে এভাবে তুলে নিয়ে যাওয়ার মানে হয় না। পরিস্থিতি এমনটা নয় যে আমরা সেই রাজ্যে গিয়ে তাকে খুঁজবো। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার আবেদন, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিতে কিছু একটা করুন। সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছেও আমার আবেদন, তিনি যেন মণিপুরের মুখ্যমন্ত্রী সঙ্গে কথা বলেন।’