অনলাইন ডেস্ক : ব্যাটারিচালিত স্কুটারের শোরুমে আগুন লেগে যাওয়ায় ঝলসে মৃত্যু হল এক মহিলা কর্মীর। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি বেঙ্গালুরুর রাজকুমার রোডে নবরং জংশনের কাছে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি স্কুটারে শর্ট সার্কিট হয়। তা থেকেই আগুন লাগে। সেই আগুন আশপাশে রাখা গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। শোরুমে ভিতরে তখন জনা ছয়েক কর্মী ছিলেন। পাঁচ জন কোনওর রকমে বাইরে বেরিয়ে আসতে পারলেও, প্রিয়া নামে এক কর্মী ভিতরে আটকে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে প্রিয়াকে উদ্ধার করা যায়নি। ঝলসেই মৃত্যু হয় তাঁর। আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও মহিলা কর্মীকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, একটি স্কুটারে চার্জ দেওয়া হচ্ছিল। সেখান থেকে শর্ট সার্কিট হতেই আগুন ধরে যায়। আগুন পুরো শোরুমে ছড়িয়ে পড়ে। প্রায় ৫০টি স্কুটার ভস্মীভূত হয়ে গিয়েছে।