অনলাইন ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে শহরে যানজট হবে। তবে বসে নেই প্রশাসনও। শিলচর পুরসভার অধীনস্থ সড়কগুলোতে যানবাহন চলাচলের বিধি নিষেধ জারি করল শিলচর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার নুমুল মাহাতো সাংবাদিক বৈঠক করে বিধিনিষেধ গুলো তুলে ধরেন। ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত শহরে সব ধরনের ভারি ও মাঝারি ট্রাকের চলাচল বন্ধ থাকবে। এ ছাড়াও সকাল ৯টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের ভারি, মধ্যম, ছোট যাত্রীবাহী বাস ও অন্যান্য হালকা বাণিজ্যিক গাড়ি, সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী, বিআরটিএফ, সিআরপিএফের গাড়ি গুলো পুর এলাকায় যাতায়াত করতে পারবে না। অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের রাজা সরকারের অধীনের যাত্রীবাহী বাস এবং বেসরকারি যাত্রীবাহী সুপার বাসগুলি সকাল নয়টার পর থেকে রামনগর, নাগাটিলা, রংপুর, রায়গড় থেকে চলাচল করবে। করিমগঞ্জ, হাইলাকান্দি রুটের সব যয়নের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামনগর থেকে যাতায়াত করিবে। একইভাবে লক্ষীপুর, উধারবদ ও মণিপুরের সব ধরনের বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ি রামকৃষ্ণ পেট্রল পাম্প এবং সোনাই, মিজোরামের গাড়িগুলি জাঙ্গিয়ানা পয়েন্ট থেকে এবং মাছিমপুর রুটের গাড়িগুলি তারাপুর রায়গড়, ধোয়ারবন্দ রুটের গাড়িগুলি কাঁঠাল পয়েন্ট থেকে যাতায়াত করবে।পুর এলাকার ভেতরে থাকা রিকশা এবং অটো গুলো পুর এলাকার বাইরে অস্থায়ী স্ট্যান্ডে থাকবে। মালুগ্রাম বা ট্রাঙ্ক রোডের দিক হইতে আসা অন্যান্য গাড়িগুলি সদরঘাট পয়েন্ট হয়ে ফরেষ্ট অফিসের সামনে দিয়ে জানিগঞ্জ, দেওয়ানজিবাজার, প্রেমতলার দিক দিয়ে রাঙ্গিরখাড়ি যেতে পারবে। রাঙ্গিরখাড়ির দিক থেকে আসা হালকা যান গুলো প্রেমতলা, শিলংপট্টি ডিআইজি অফিস পয়েন্ট হয়ে হোটেল বড়াইল ভিউ-এর সামনের রাস্তা দিয়ে টেনিস পয়েন্ট হয়ে পিডাব্লুডি রোড অথবা ইন্ডিয়া ক্লাব রোড হয়ে ট্রাঙ্ক রোড নিয়া বা ডিআইজি পয়েন্ট দিক থেকে অগ্রপূর্ণা পয়েন্ট, দেবদুত্র, রাঙ্গিরখাড়ির দিকে যেতে পারবে।চামড়া গুদাম, বিলপার থেকে আসা গাড়ি কালীবাড়ি রোড হয়ে দেওয়ানজি বাজারের দিকে যেতে পারবে। পাবলিক স্কুল রোড, গোপীনাথ সিনেমা হলের (পুরাতন) সম্পূর্ণভাবে নো এন্ট্রি থাকবে। জানিগঞ্জ থেকে কোন ধরনের যানবাহন তুলাপট্টি বা উকিলপট্টির দিকে চলাচল করতে পারবে না।হাসপাতাল রোড থেকে কোন ধরনের যানবাহন চেংকুড়ি রোড অভিমুখে যেতে পারবে না। পূজার প্রথম দিন দুপুর ২ টা থেকে ১নং লিংক রোড পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘ওয়ান ওয়ে’ হিসাবে পরিগণিত হবে। সব ধরনের যানবাহন সোনাই রোডের দিক থেকে লিংক রোড হয়ে এবং হাইলাকান্দি রোড বের হতে পারবে।লোচন বৈরাগী রোড দুপুর ২টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘নো এন্ট্রি জোন’ থাকবে। করিমগঞ্জ ও হাইলাকান্দি দিক হতে আসা অন্যান্য হালকা যানবাহন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট হয়ে শহরে প্রবেশ করতে পারবে। ইন্ডিয়া ক্লাব পয়েন্ট থেকে তারাপুর ইঅ্যান্ডডি কলোনি পয়েন্ট পর্যন্ত ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুপুর ২টা থেকে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।