অনলাইন ডেস্ক : ভূয়ো চিকিৎসক কেলেঙ্কারিতে জড়িয়েছে শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তি কুমার সিংহের নাম। এর দরুন দলের পক্ষ থেকে তাকে “শো-কজ” করা হয়েছে বলে এক চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জেলা কংগ্রেসের এক কর্মকর্তাই “হোয়াটস অ্যাপ”-এ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে পাঠিয়েছেন এই চিঠি । চিঠির বয়ান অনুযায়ী দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক (প্রশাসন) ইফতিকার আলম লস্কর এই চিঠি ইস্যু করেছেন। এতে শান্তি কুমারকে জবাব দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
“হোয়াটস অ্যাপ”-এ সংবাদ মাধ্যমের কাছে পাঠানো চিঠিতে ইফতিকার আলম লস্কর ইস্যু করেছেন বলে উল্লেখ করা হলেও এতে তার স্বাক্ষর নেই। এদিকে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালকে জিজ্ঞেস করলে তিনি জানান, দলের পক্ষ থেকে এখনও শান্তি কুমারেকে “শো-কজ” করে কোনও চিঠি পাঠানো হয়নি।
এদিকে দলের অন্য এক সূত্র জানান, শান্তি কুমারকে “শো-কজ” করার জন্য ইতোমধ্যে তোড়জোড় শুরু হয়েছে। এর জন্য তৈরি করা হয়েছে চিঠির বয়ান। এবং তা কোনওভাবে এদিন সংবাদ মাধ্যমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। সূত্রটি জানান এ পর্যন্ত শান্তি কুমারকে চিঠি পাঠানো না হলেও শীঘ্রই তা পাঠানোর কথা ।