অনলাইন ডেস্ক : মেয়েদের অনূর্ধ্ব ১১ জাতীয় রেংকিং চ্যাম্পয়নশিপে খেতাব জিতলেন শিলচরের খুদে প্যাডলার দ্বিবিজা পাল। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের কাংরায় রেইনবো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে দ্বিবিজা হারিয়েদেয় পশ্চিমবঙ্গের অক্ষিতা মাহাতোকে। স্কোর : ১১-৬, ১১- ৪, ১১- ৪। দ্বিবিজার এই সাফল্যে শিলচরের ক্রীড়া মহলে খুশির জোয়ার বইছে। শিলচর ডিএসএ-র সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, ইন্ডোর সচিব অনিমেষ চন্দ, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, প্রাক্তন ইনডোর সচিব সন্জু রায়, ক্রীড়া সংগঠক চন্দন শর্মা সহ অনেকেই তার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
ফাইনালে আসার পথে দ্বিবিজা সেমিফাইনালে হারিয়েছিলেন উত্তরাখন্ডের ক্ষিয়াতি পান্ডেকে। গত বছরও জাতীয় রেংকিং চ্যাম্পিয়নশিপে খেতাব জিতেছিলেন দ্বিবিজা। এদিকে এক সপ্তাহ হয়নি ডিব্রুগড়ে সারা অসম মেজর রেঙ্কিং টেবিল টেনিসে মেয়েদের অনূর্ধ্ব ১১ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন দ্বিবিজা। ছেলেদের একই বয়স বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন বিপ্রজিত পাল। সব মিলিয়ে শিলচরের টেবিল টেনিসে এখন সোনালী দিন চলছে।