অনলাইন ডেস্ক : আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে পুলিশ আটক করল এক অটোচালককে। ওই অটোচালক ফকির টিলার বাসিন্দা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাকে পাকড়াও করে পুলিশের হাতে সমঝে দেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কর্মকর্তারা জানিয়েছেন যে ছাত্রীর সঙ্গে অটোচালক অশ্লীল আচরণ করেছে তার বাড়ি পশ্চিমবঙ্গে। তিনি এখানে আইরংমারা এলাকায় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সোমবার সন্ধ্যায় ছাত্রীটি বিশ্ববিদ্যালয় থেকে আইরংমারার আস্তানায় যাওয়ার জন্য মূলগেটের কাছে অটোতে উঠেন। তখন চালক তাকে বলে পেছনের সিটে কিছু সামগ্রী রয়েছে তিনি যেন সামনে বসেন। এভাবে যাওয়ার পথেই চালক ছাত্রীটিকে উদ্দেশ্য করে নানা ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলতে থাকে। কিন্তু সে সময় রাস্তায় তেমন গাড়ি না থাকায় ছাত্রীটি বাধ্য হয়ে এসব সহ্য করে যেতে থাকেন। কিন্তু আইরংমারা বাজার পেরিয়ে ছাত্রীটি তার আস্তানার কাছে পৌঁছালে অটো থেকে নেমে ভাড়া দিতে যান। তখন চালক নিজের প্যান্টের চেন খুলে গুপ্তাঙ্গ বের করে তাকে দেখাতে শুরু করেন। এই অবস্থায় ছাত্রীটি কোনোওক্রমে সেখান থেকে পালিয়ে বাচেন।
ছাত্র সংসদের কর্মকর্তারা আরও জানান ছাত্রীটি মঙ্গলবার ছাত্রীটি তাদের ব্যাপারটা জানালে তারা আইরংমারায় ওৎ পেতে থেকে অটো সহ চালককে আটক করেন। সেসময় অন্য একছাত্রীও জানান কিছুদিন আগে তার সঙ্গেও ওই অটোচালক এমন আচরণ করেছেন। এরপর অটোচালককে সমঝে দেওয়া হয় পুলিশের কাছে। আর ছাত্রীটি এনিয়ে থানায় দায়ের করেন এজাহার।
ছাত্র সংসদের কর্মকর্তারা বলেন, আর জি কর কান্ডে ঘিরে গোটা দেশ যখন উত্তাল তখনই ওই অটোচালকের এমন অশ্লীল আচরণের শিকার হলেন ছাত্রী। তারা অটোচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অটোচালককে আটক করার পর বর্তমানে এ নিয়ে তদন্ত চলছে।