অনলাইন ডেস্ক : কুরিয়ার এজেন্সির কন্টেনার গাড়ির চাপায় মৃত্যু ঘটলো সব্জি বিক্রেতার। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে, শিলচর সদরঘাট নতুন সেতুর উপর। হত সুরেন্দ্র চন্দ্র দাস (৬৩) ছিলেন রংপুর গঙ্গাপাড়ার বাসিন্দা। পুলিশ ঘাতক কন্টেনার গাড়ি বাজেয়াপ্ত করা সহ চালককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুরেন্দ্র ঠেলায় সব্জি নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতেন। ভোরে তিনি ঠেলা নিয়ে সব্জি ক্রয়ের জন্য ফাটক বাজারে আসছিলেন।
তখন রংপুরের দিক থেকে আসা কন্টেনার গাড়িটি তাকে ধাক্কা মারে এবং চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে স্পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনার পর কন্টেনারের চালক না থেমে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। ঘটনার পর খবর পেয়ে পুলিশ সদরঘাট সেতুতে পৌঁছালে প্রত্যক্ষদর্শী এক যুবক ঘাতক গাড়িটির নম্বর জানান । তার মারফত খবর পেয়ে পুলিশ গাড়িটির সম্ভাব্য সব যাত্রা পথে থাকা পুলিশ ফাঁড়ি ও থানায় খবর দেয়। এতে সতর্কিত হয়ে ওঠে সবকটি থানা ও ফাঁড়ি পুলিশ। আর গাড়িটি শালচাপড়ায় পৌছালে সেখানকার ফাঁড়ি পুলিশ আটক করতে সমর্থ হয়।
সুরেন্দ্র দাসের মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর এদিনই সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে।