অনলাইন ডেস্ক : করিমগঞ্জ জেলার পাথারকান্দি এলাকার পাথিনী চা বাগানে লকআউট প্রত্যাহার হচ্ছে রবিবার। শনিবার শিলচরে সহকারী শ্রম আধিকারিকের কার্যালয়ে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিকদের সঙ্গে মতানৈক্যের জেরে কতৃপক্ষ গত বৃহস্পতিবার বাগানে লকআউট ঘোষণা করেন। এ নিয়ে আলোচনা করতে শনিবার শিলচরে সহকারী শ্রম আধিকারিকের কার্যালয়ে এক ত্রিপাক্ষিক বৈঠকের আহ্বান করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী শ্রম আধিকারিক হেমন্ত কলিতা সহ করিমগঞ্জের অতিরিক্ত জেলায় আয়ুক্ত এ আর মজুমদার, বাগান কর্তৃপক্ষের তরফে কমলেশ সিং, সুপ্রিয় সিকদার ও সুশীল সিং এবং শ্রমিকদের পক্ষ থেকে বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা, সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা এবং পাথিনী সহ দুই ফাঁড়ি বাগানের পঞ্চায়েত সদস্যরা।
বৈঠকের পর কৃপানাথ মালা ও রাজদীপ গোয়ালা সংবাদমাধ্যমকে জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। ২২৮ টাকা মজুরি দেওয়া নিয়ে শ্রমিকরা যে দাবি উত্থাপন করেছেন কর্তৃপক্ষ তা মেনে নিয়েছেন। এসব মেনে নিয়ে কর্তৃপক্ষ আগামীকাল রবিবার থেকেই বাগান খুলতে রাজি হয়েছেন। রাজদীপ গোয়ালারা আরও জানান, বৈঠকে কর্তৃপক্ষের তরফেও বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে। এসব বিবেচনা করে দেখবেন করিমগঞ্জের জেলা প্রশাসন। তবে কর্তৃপক্ষ দাবি মেনে আগামীকাল থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়ায় সব পক্ষই সন্তোষ ব্যক্ত করেছেন। তারা আরও জানান, বৈঠকে আগামীকাল বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও কর্তৃপক্ষ জানিয়েছেন শ্রমিকদের বকেয়া প্রাপ্য মেটানো হবে আগামী সোমবার। কারণ আগামীকাল ব্যাংক বন্ধ, তাই শ্রমিকদের প্রাপ্য মেটানো সম্ভব হবে না।
কৃপানাথ ও রাজদীপ দুজনেই আশা ব্যক্ত করেন এবার কর্তৃপক্ষ এবং শ্রমিক উভয় পক্ষের সমন্বয়ে বাগানের কাজকর্ম চলবে সুন্দরভাবে।