অনলাইন ডেস্ক : জল্পনার অবসান! শেষমেশ ইজরায়েলকে লক্ষ্য করে সরসারি হামলা ইরানের। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনস্যুলেটে হামলার জবাবে রবিবার গভীর রাতে সরাসরি ইজরায়েলের ওপর এই হামলা শুরু করে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সূত্রে জানা যায়, হামলার সময় ইজরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরান দুই শতাধিক মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে এবং এতে ইজরায়েলের একটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ দিকে, ইরানের নজিরবিহীন হামলার বিষয়ে দেওয়া আপডেটে ইজরায়েলি সামরিক বাহিনী একথা জানিয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইরানি হামলায় তাদের সামরিক ঘাঁটির ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে ইজরায়েল জানিয়েছে। ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইরান ইজরায়েলে ২০০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের ‘সংখ্যাগরিষ্ঠ অংশই’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ‘অংশীদারদের’ সহায়তায় আটকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘কিছু সংখ্যক ইরানি ক্ষেপণাস্ত্র ইজরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে পড়েছে, যার ফলে একটি সামরিক ঘাঁটির সামান্য ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র একটি ছোট মেয়ে আহত হয়েছে, এবং আমরা আশা করি সে ভালো হয়ে যাবে।’ আরেক বিবৃতিতে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগকেই ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করার আগে এই অঞ্চলের কৌশলগত মিত্রদের সাথে তার ‘অ্যারো’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে।