অনলাইন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিজেপি শিলচরে ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ছবি সম্বলিত অরুণোদয়ের ফর্ম বিলি করছে বলে অভিযোগ করল কংগ্রেস।
জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলের অন্যান্য কর্মকর্তারা বুধবার সংবাদ মাধ্যমের কাছে এই অভিযোগের কথা তুলে ধরে জানান তারা এনিয়ে দারস্থ হচ্ছেন নির্বাচনী পর্যবেক্ষকের। অভিজিৎরা অভিযোগ করেন, ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে এই পন্থা অবলম্বন করা হয়েছে। তাদের কাছে এর প্রমাণও রয়েছে।
সংবাদ মাধ্যমের সামনে একথা তুলে ধরার পাশাপাশি অভিজিৎ এদিন তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের বিরুদ্ধেও সরব হন। ভূপেন বরা ও জিতেন্দ্র সিংরা শিলচরে প্রচারে এলে কংগ্রেসের লাভ হওয়া ছেড়ে ক্ষতিই হবে। সুস্মিতার এই মন্তব্য নিয়ে প্রশ্ন করলে অভিজিৎ বলেন, বাস্তবে তো সুস্মিতা দেবেরই রাজনীতিতে বর্তমানে কোনও প্রাসঙ্গিকতা নেই। উনি যে দলে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের বাইরে সেই দলের অস্তিত্বই টের পাওয়া যায় না। ত্রিপুরা, ডিমাহাসাও যেখানেই তিনি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব নিয়ে গেছেন, সেখানেই ভরাডুবি ঘটেছে ওই দলের। ত্রিপুরা, ডিমাহাসাও এসব স্থানে দেখা গেছে এই চিত্র। এবার শিলচরে ও তৃণমূল কংগ্রেসের একই পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। অভিজিৎ আরও বলেন, তৃণমূল কংগ্রেস সব দলের ভোট তাদের চাই বলে খোলসা করেছে। আসলে শিলচরেতো তৃণমূলের কোনও ভোটব্যাঙ্কই নেই তাই তারা অন্যান্য দলের ভোটব্যাঙ্ক নিয়ে এতো ভাবনা ভাবছে।
এসবের পাশাপাশি আরও বলেন, সুস্মিতা বিগত দিনে তার নিজের বাড়ির এলাকা শিলচর ২৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেসের টিকিটে পুর নির্বাচনে লড়ে বিজয়ী হয়েছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের টিকিটে ফের তিনি ২৭ নম্বর ওয়ার্ডে পুর নির্বাচনের লড়লে কি ফল হবে দেখার বিষয় তা-ই। সুস্মিতা নড়লে তার বিপক্ষে কংগ্রেসের পক্ষ থেকে তিনি নিজে লড়বেন বলেও উল্লেখ করেন অভিজিৎ।