সাময়িক প্রসঙ্গ অনলাইন ডেস্ক : ৭৬তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গোটা দেশ উৎসবের আমেজে মেতে উঠেছে। গ্রাম কাছাড়েও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।১৫ আগষ্ট সোমবার সকাল ৯টায় স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের পরিবহন মীন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের পর সমবেত কুচকাওয়াজ ও বিভিন্ন জনগোষ্ঠীর সাংস্কৃতিক কার্যক্রমে আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এবার অমৃত মহোৎসবকে সফল করতে কাছাড় জেলা প্রশাসন ও কোমর কষে ময়দানে নেমেছে। জেলার প্রত্যেকটি এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন।ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনীর সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।
৭৬তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে উপত্যকায় যাতে কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে দিন রাত বর্ডার পেট্রোলিং সহ নাকা চেকিং অব্যাহত রেখেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। কাঁটাতারের বেড়ার চারপাশে টহল দিচ্ছে সীমান্ত প্রহরীরা। হাতে অস্ত্র সহ বাইনোকুলার নিয়ে সীমান্তে কড়া নজরদারি রেখেছে সেনার জওয়ানরা। শুধু তাই নয়, কাছাড় জেলার আসাম-মিজোরাম সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।আসাম-মিজোরাম সীমান্তের গভীর জঙ্গলগুলোতে এরিয়া ডোমিনেশনের কাজ চালানো হচ্ছে। শনিবার কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর ধলাইর লায়লাপুর এলাকার সীমান্তের সিআরপিএফ ক্যাম্পে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন।
এদিন উভয় রাজ্যে আসা-যাওয়া সমস্ত যানবাহনে তদন্ত চালাতে দেখা গেছে সিআরপিএফ সহ আসাম পুলিশের জওয়ানদের। উল্লেখ্য যে গত বছর আসাম-মিজোরাম সীমান্তে জমি বিবাদকে ঘিরে আসাম পুলিশের ৫ জন জওয়ান শহীদ হয়েছিলেন। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার মন্ত্রী স্তরীয় বৈঠক হলেও সীমান্ত সমস্যার কোন সমাধান হয়নি। আগামীতে আসাম-মিজোরাম সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে ধারণা অনেকের। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, যে কোন পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবসকে সফল করার পাশাপাশি কাছাড়ের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
হাইলাকান্দিতেও সোমবার জেলাশাসকের কার্যালয়ে প্রাঙ্গণে ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলবেন জেলাশাসক নিসর্গ হিবরে। হাইলাকান্দিতেও এই উপলক্ষে প্রশাসনের উদ্যোগে দিনভর নানা কার্যসূচির আয়োজন করা হয়েছে।