অনলাইন ডেস্ক : নিজের তিন নির্বোধ শিশু কে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন এক মহিলা। মানবতা কে কাঁপিয়ে দেওয়া লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটেছে রামকৃষ্ণনগর সংলগ্ন ডলুগাঙ্গ গ্রামে। ঘটনার বিবরণে জানা গেছে রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত হরিনগর জিপির ডলুগাং গ্রামের শফিক উদ্দিন ও শাহেনা আফরোজ তাদের তিন সন্তান সহ পরিবারকে নিয়ে খুব সুখেই দিন জীবন যাপন করছিলেন। শাহেনার ছোটবোন অর্থাৎ শফিক উদ্দিনের শ্যালিকাও থাকতো তাদের সঙ্গে।
শনিবার পর্যন্ত তাদের পরিবারের সব কিছুই ঠিক ছিল। কিন্তু রবিবার সকালে তাদের পরিবারের ঘটে গেল এক লোমহর্ষক ঘটনা। রমজান মাসের দিন থাকায় এদিন সকালে ঘুম থেকে উঠে শফিক উদ্দিন প্রতিদিনের মতো দোকানে চলে যান। বাড়িতে ছিলেন উনার স্ত্রী, শ্যালিকা সহ তিন সন্তান। সকাল আনুমানিক নয়টার নাগাদ গ্রামের ছোট বাচ্চারা গরু নিয়ে মাঠে যাওয়ার সময় দেখতে পায়। শরিফ উদ্দিনের স্ত্রী তাঁর সন্তানদের দা দিয়ে কোপাচ্ছেন। এতে তারা হাল্লাচিৎকার করায় গ্রামের মানুষ সমবেত হয়ে দেখতে পান গ্রামের মানুষরা এসে দেখতে পায় যে বিছানাতে তিনটি বাচ্চার মৃতদেহ পড়ে রয়েছে। আর উনার ছোট বোন মাটিতে ছটফট করছে। আর শাহেনা আফরোজ সবাইকে মেরে নিজে একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষরা ৭ বয়স্ক তাঁর ছোট বোন শারমিন বেগমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে দেন। সেইসঙ্গে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঘাতক মা শাহেনা রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে রয়েছেন । ফলে তাঁকেও উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান গ্রামবাসীরা। কিন্তু দুজনের অবস্থা সংকট জনক দেখে তাঁদের প্রথমে হাইলাকান্দি সিভিল হাসপাতাল ও পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে রামকৃষ্ণনগর পুলিশ ছুটে গিয়ে তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত তিন শিশুর মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। তাদের নাম শাজাহান আহমেদ (২), সুফিয়ান আহমেদ (৪), এক কন্যা মাজদা বেগম (৬)।