স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে রবিবার শিলচরে অটো রিক্সার এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সারা কাছাড় অটো মালিক সংস্থার সমন্বয় কমিটির ডাকে এদিন দুপুরে তারাপুরে সংস্থার কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রার ফ্ল্যাগ অফ করেন কাছাড়ের পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস এবং সংস্থার মুখ্য উপদেষ্টা কণাদ পুরকায়স্থ। পরে এই শোভাযাত্রা ইন্ডিয়া ক্লাব, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা, হাসপাতাল রোড হয়ে রাঙ্গিরখাড়ি পয়েন্ট ঘুরে ফের তারাপুরে গিয়ে শেষ হয়। শুরুতে এ উপলক্ষে জেলা পরিবহন আধিকারিক এবং সংগঠনের মুখ্য উপদেষ্টা এক যোগে স্বাধীনতার অমৃত মহোৎসবের অন্তর্গত এই শোভাযাত্রা সার্থক করে তুলতে অটো মালিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান।স্বাগত ভাষণে সংগঠনের সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, সারা কাছাড় অটো মালিক সংস্থার সমন্বয় কমিটির প্রায় ২৫ হাজার সদস্যের প্রত্যক্ষ এবং পরোক্ষ উপস্থিতিতে এই বিশাল শোভাযাত্রার আয়োজন হয়েছে। শহরের যানজট সমস্যার কথা মাথায় রেখে সংস্থার ১৪টি শরিক সংগঠনের হাতেগোনা কিছু অটো নিয়ে এদিনের শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। প্রত্যেক সদস্য এদিন স্বশরীরে উপস্থিত না হলেও তারা নিজে নিজে এলাকায় নিজেদের গাড়িতে তেরঙ্গা লাগিয়ে রেখেছেন। এ দিনের শোভাযাত্রায় অংশগ্রহণ করে বরখলা অটো অ্যাসোসিয়েশন, সোনাই আঞ্চলিক অটো অনার্স অ্যাসোসিয়েশন, কালাইন অটো অনার্স অ্যাসোসিয়েশন, ধলাই অটো অনার্স অ্যাসোসিয়েশন, বিহারা অটো অনার্স অ্যাসোসিয়েশন, চন্দ্রনাথপুর অটো অনার্স অ্যাসোসিয়েশন, অল কাটিগড়া অটো অনার্স অ্যাসোসিয়েশন, শিলচর অটো অনার্স অ্যাসোসিয়েশন, শিলচর পিএমআরওয়াই অটো অনার্স অ্যাসোসিয়েশন, বাঁশকান্দি অটো অনার্স অ্যাসোসিয়েশন, ধোয়ারবন্দ অটো অনার্স অ্যাসোসিয়েশন উদারবন্দ অটো অনার্স অ্যাসোসিয়েশন, কাছাড় ডিজেল অটো চালক সমিতি।