অনলাইন ডেস্ক : দীর্ঘদিনের প্রচেষ্টার পর উত্তর পূর্বে এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে বিজনেস টু বিজনেস (বি টু বি) জুয়েলারি এক্সপো। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কেএনসি’র উদ্যোগে আগামী ২২ ও ২৩ মার্চ জুয়েলারি এক্সপো হবে গুয়াহাটির পল্টন বাজারে। এতে অংশ নেবেন বরাকের স্বর্ণব্যবসায়ীরাও।
সংবাদ মাধ্যমে শনিবার এ কথা জানিয়েছেন নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতির কর্মকর্তারা। বলেছেন, বরাকের স্বর্ণব্যবসায়ীদের পাশাপাশি মেলেয় অংশ নেবে ৪০ টি নামিদামি কোম্পানি। আয়োজক সংস্থার সার্ভিস বিভাগের প্রধান তপন কুমার মন্ডল জানান, ওই এক্সপোতে সোনা রুপা হীরা সহ বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক সামগ্রীর স্টল থাকবে। জুয়েলারির ট্রেড লাইসেন্স থাকা ব্যক্তিরাই শুধু মেলায় প্রবেশ করতে পারবেন। তিনি উল্লেখ করেন, মেলা আয়োজনে সহায়তা করছে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি। এই এক্সপোর কল্যাণে উত্তর-পূর্বের জুয়েলারি ব্যবসায়ীদের কলকাতা মুম্বইয়ে যেতে হবে না। নিজেদের অঞ্চলে বসেই পছন্দমত সামগ্রী খরিদ করে নিজেদের ব্যবসাকে চাঙ্গা করতে পারবেন।
স্বর্ণ শিল্পী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জগৎবন্ধু পাল জানান, ১০ বছর ধরে চলছিল এই ধরনের মেলা আয়োজনের প্রচেষ্টা। অবশেষে সেটা সফল হতে চলেছে। তিনি বলেন, আগামীতে মেশিনারি মেলা আয়োজনেরও চেষ্টা চালানো হচ্ছে। এ অঞ্চল হচ্ছে শিল্পী প্রধান এলাকা। শিল্পীরা উন্নত হলে উন্নত হবে শিল্প। সেই সূত্র ধরে আগামী ১৩ এবং ১৪ মার্চ শিলচরে প্রশিক্ষণের পর শিল্পীদের ভিআইএস দ্বারা শংসাপত্র প্রদান করা হবে।জেলা সভাপতি অমিত বণিকসহ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির মুখ্য উপদেষ্টা বিজয় খান।