অনলাইন ডেস্ক : প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে চেন্নাইয়ে নবনির্মিত দেওয়াল ভেঙে প্রাণ হারালেন দু’জন পরিযায়ী শ্রমিক। মৃত দুই শ্রমিক ঝাড়খণ্ডের বাসিন্দা। দমকা হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যে, সোমবার সকালে চেন্নাইয়ের ইস্ট কোস্টাল রোডের কানাথুর এলাকায় একটি নবনির্মিত দেওয়াল ভেঙে পড়ে। পুলিশ জানিয়েছে, দেওয়াল ভেঙে ৩ জন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের বাড়ি ঝাড়খণ্ডে। কানাথুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।মৌসম ভবন জানাচ্ছে, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে আঘাত হানবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে। সেই সময় এই শক্তিশালী ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর সহ একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ৫ ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত জারি থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বহু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। ব্যাহত বিমান চলাচলও।ঘূর্ণিঝড় মিচং-এর কারণে চেন্নাইয়ে ভারী বৃষ্টি হচ্ছে। জলমগ্ন হয়ে পড়েছে চেন্নাই বিমানবন্দরের রানওয়ে । যার জেরে বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে। রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর থেকে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে এবং কিছু বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে।
সরকারি সূত্র সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মিচং’-এর কারণে ভারী বৃষ্টি হচ্ছে। চেন্নাই বিমানবন্দরের রানওয়েতে জলমগ্ন রয়েছে। যার কারণে চেন্নাই বিমানবন্দর সকাল ৯.১৭ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত উড়ান বন্ধ করে দিয়েছে। চেন্নাই বিমানবন্দর থেকে প্রায় ১১টি বিমান কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) ঘুরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে চেন্নাইতে অবতরণকারী অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটগুলি কেআইএ-তে ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দরের আধিকারিকদের মতে, ইন্ডিগো, স্পাইসজেট, ইতিহাদ, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এয়ার ইন্ডিয়া, লুফথানসা এবং ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলি চেন্নাই থেকে বেঙ্গালুরুতে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি ডাইভার্টেড ফ্লাইট ইতিমধ্যে কেআইএ-তে অবতরণ করেছে।প্রসঙ্গত, ২০১৫ সালে চেন্নাইতে বন্যার কারণে, কমপক্ষে চার দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল বিমানবন্দর। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর বেঙ্গালুরু শহরের বাইরে ৪০ কিলোমিটার দূরে দেবনাহল্লিতে অবস্থিত। এটি ৪ হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত। চেন্নাইয়ে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সোমবার সকালে শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। বৃষ্টির পাশাপাশি দমকা হওয়া বইছে চেন্নাইয়ে, তিরুমুল্লাইভোয়াল-আন্নানুর, আম্বাত্তুর এলাকায় প্রবল হাওয়ায় গাছ ভেঙে পড়েছে।