অনলাইন ডেস্ক : অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম (ভিজিয়ানগরম) জেলায় দু’টি প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষের জেরে ট্রেন লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। রবিবার রাতের এই ট্রেন দুর্ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। ইস্ট কোস্ট রেলওয়ের সিপিআরও বিশ্বজিৎ সাহু বলেছেন, ‘এখনও পর্যন্ত ১৪ জন মারা গিয়েছেন এবং ৫০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। ২৯ জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আমরা বর্তমানে রেললাইন মেরামতের কাজে মনোযোগ দিচ্ছি। উদ্ধার অভিযান এখন শেষ, আটকে পড়া যাত্রীদের জন্য আমরা বাস ও ট্রেনের ব্যবস্থা করেছি। বাতিল করা হয়েছে ৩৩টি ট্রেন, ১১টি ট্রেন আংশিক রদ করা হয়েছে এবং ২২টি ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।’
রবিবার রাতে বিশাখাপত্তনম থেকে রায়গড়াগামী একটি যাত্রীবাহী ট্রেন বিজিয়ানগরম জেলায় লাইনচ্যুত হয়ে যায়, আলামান্ডা এবং কান্তকাপল্লে সেকশনের মাঝে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। রেল সূত্রের খবর, রবিবার রাতে একটি প্যাসেঞ্জার ট্রেন বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা প্যাসেঞ্জার ট্রেন। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানান, বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং বিশাখাপত্তনম-রায়গড়া প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে পিছনের সংঘর্ষ হয়েছিল। রেল সূত্রে জানা গিয়েছে, কর্মীদের ‘ভুলে’ই এই বিপত্তি।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইট করে জানিয়েছেন, রাজ্য সরকার দুর্ঘটনায় মৃতদের ১০ লক্ষ, গুরুতর আহতদের দু’লক্ষ এবং সামান্য আহত যারা হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে। আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতদের ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।