অনলাইন ডেস্ক : শনিবার মহাসপ্তমী। তবে এর আগে শুক্রবার মহাষষ্ঠীতেই জমে গেল পুজো। আগামী তিনদিন ভিড় এড়িয়ে পুজোদর্শন অন্তত কিছুটা সেরে রাখতে এদিনই শিলচর ও উধারবন্দের মন্ডপে মন্ডপে ভিড় জমাতে দেখা গেছে দর্শনার্থীদের। এদিন ভিড় বেশি পরিলক্ষিত হয়েছে উধারবন্দে। সন্ধ্যার পরই শিলচর থেকে উধারবন্দ অভিমুখে দর্শনার্থীদের গাড়ির লাইন পড়ে যায়। উধারবন্দে মূলত দশনার্থীরা ভিড় জমান বিগ বাজেটের দুই পুজো কালীবাড়ি রোড এবং হাসপাতাল রোড পুজো কমিটির মন্ডপে। দর্শনার্থীদের গাড়ির ভিড়ে একসময় উধারবন্দের রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজটের। যা সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশ কর্মীদের।
শিলচরে যথারীতি তারাপুর, সোনাই রোড এবং বিলপার এলাকায় দর্শনার্থীদের ভিড় জমাতে দেখা যায়। বিলপারে আপনজন সর্বজনীন পুজো কমিটি, মিতালী সংঘ, পাবলিক স্কুল রোড পুজো কমিটি এবং দুর্গাবাড়ি পূজা কমিটির পাশাপাশি সোনাই রোডের তরুণ ক্লাব, তারাপুরের আনন্দ পরিষদ, মোটর স্ট্যান্ড, রেল স্টেশন সংলগ্ন মন্ডপ, কালিমোহন রোড এবং রাইস মিলের মন্ডপে ভিড় জমান দর্শনার্থীরা।
এদিন মহাষষ্ঠীতেই যেভাবে দর্শনার্থীদের পূজা দর্শনে বেরিয়ে আসতে দেখা গেছে এতে আশা করা হচ্ছে আগামী তিনদিন উপচে পড়বে ভিড়। দর্শনার্থীরা এদিন এভাবে বেরিয়ে আসায় বিভিন্ন পূজার উদ্যোক্তারা খুশি। আবহাওয়া দফতরের রিপোর্টেও আগামী তিনদিনের আবহাওয়া নিয়ে কোনও উদ্বেগজনক তথ্য নেই। বিভিন্ন পুজোর উদ্যোক্তারা আশা করছেন এই রিপোর্ট যেন অক্ষরে অক্ষরে করে মিলে যায়। বিলপার এলাকার এক পূজা কমিটির কর্মকর্তা বলেন, দর্শনার্থীরা বেরিয়ে এলেই তো সার্থক হয়ে উঠবে তাদের আয়োজন।