অনলাইন ডেস্ক : ডিন (একাডেমিক) বিনয় কৃষ্ণ রায়কে অপসারণের দাবিতে শিলচর এন আই টির পড়ুয়াদের আন্দোলন অব্যাহত রয়েছে বৃহস্পতিবারও। এরমধ্যে আগামীকাল শুক্রবার প্রতিষ্ঠানের ডিরেক্টর দিলীপ কুমার বৈদ্য ফিরছেন বলে জানা গেছে। এনআইটির এক সূত্র জানিয়েছেন, দিলীপবাবু ফিরলে আগামীকাল সমাধানের একটা রাস্তা বের হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত গত ১৫ সেপ্টেম্বর কুজ বোকার নামে এক পড়ুয়া আত্মঘাতী হওয়ার পর এনআইটিতে ঘটে যায় ধুন্দুমার কান্ড। তবে এর পরদিনই প্রতিষ্ঠানে নিযুক্তির সূত্রে সাক্ষাৎকার গ্রহণের জন্য ডিরেক্টর দিলীপবাবুকে কলকাতা চলে যেতে হয়। কলকাতা পর্ব সেরে আগামীকাল তার ফেরার কথা।
এসবের মাঝে প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, শেষ পর্যন্ত হয়তো স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার স্বার্থে পড়ুয়াদের দাবি মেনে সরিয়ে দেওয়া হতে পারে বিনয় কৃষ্ণ রায়কে। ইতিমধ্যেই অবশ্য বিনয় কৃষ্ণ রায়ের অনুপস্থিতিতে এসোসিয়েট ডিন ললিত চন্দ্র শইকিয়াকে আপাতত তার স্থলে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে ছাত্র সংগঠন আসুর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে কুজ বোকারের মৃত্যুর ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে কাছাড়ের জেলাশাসককে এক স্মারকপত্র দিয়ে এই দাবি জানানো হয়েছে। সঙ্গে বিনয় কৃষ্ণ রায় কে তদন্তের আওতায় আনার জন্যও দাবি জানানো হয়েছে স্মারকপত্রে।