অনলাইন ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনায় মিজোরামে নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। এর মধ্যে মালদা থেকে রয়েছেন বহু শ্রমিক। শেষ খবর পাওয়া অবধি মালদা জেলার বিভিন্ন এলাকা অন্তত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। যা পরিস্থিতি তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুখুরিয়া থানা এলাকা থেকেই ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে, ইংরেজবাজার থানা এলাকার ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। কালিয়াচক ও গাজোলের ১ জন করে শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মালদা জেলা প্রশাসনের তরফেও জানানো হয়েছে, এখনও চূড়ান্তভাবে মৃত্যুর সংখ্যা জানানো সম্ভব নয়। এখনও ঘটনাস্থলে অনেকেই আটকে রয়েছেন। বুধবার মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় রেল ব্রিজের কাজ চলাকালনীন হুড়মুড়িয়ে তা ভেঙে পড়ে। সেই সময় সেতুতে কাজ করছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হলে একেরপর এক শ্রমিকের দেহ উদ্ধার হতে থাকে। তবে মিজোরাম পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ চলছে। অনেকেই এখনও নিখোঁজ। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা, বিদেশ থেকে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।