অনলাইন ডেস্ক : ঘুঙ্গুর এলাকায় বাইপাস থেকে বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল এক মহিলাকে। পরবর্তীতে রাধারানী সিংহ (৪৪) নামে ওই মহিলার মৃত্যু ঘটে মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যের।
জানা গেছে, তারাপুর মনিপুরী বস্তির বাসিন্দা রাধারানী সিংহকে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাইপাসে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাধারানীর পেট এবং মাথায় ছিল আঘাতের চিহ্ন। পুলিশ তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু ঘটে।
আহত অবস্থায় উদ্ধার এবং মৃত্যুর পর বেশ কিছুক্ষণ কেউই রাধারানীকে চিনতে পারেননি। শুক্রবার সকালে রাধারানীর স্বামী সুরজিৎ সিংহ ও অন্যান্য পরিজনরা মেডিক্যাল কলেজে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।
সুরজিৎ ও অন্যান্য পরিজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, পারিবারিক মনোমালিন্যের
দরুন গত দূর্গাপূজার পর থেকে রাধারানী তারাপুর মনিপুরী বস্তি এলাকায়ই তার বাবার বাড়িতে থাকছিলেন। তবে বৃহস্পতিবার রাতে রাধারানী কিভাবে বা কেন বাইপাসে গিয়েছিলেন, এ নিয়ে কেউই কিছু বলেন নি।
পুলিশের এক সূত্র জানান, রাধারানীর আঘাতের ধরন দেখে মনে হয়েছে কোনও যানবাহনের ধাক্কায় বা কোনও যানবাহন থেকে পড়ে গিয়ে তিনি আহত হয়েছিলেন। তবে এরপরও প্রশ্ন উঠছে এতো রাতে কেন এবং কিভাবে তিনি গিয়েছিলেন বাইপাসে। তাকে কি নিয়ে গিয়েছিল অন্য কেউ।
সূত্রটি জানান, প্রাথমিকভাবে তারা যে ধারণা করছেন এমনটা নাও হতে পারে। তাই সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত চালানো হচ্ছে। এদিন মেডিকেলে রাধারানীর মৃতদেহের ময়নাতদন্তের পর সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে।