অনলাইন ডেস্ক : বিতর্কে ভরা এবারের মাধ্যমিক পরীক্ষায় চমক দিল বরাক। এক দুই নয়। চার চারজন এবারের মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেয়। কাছাড়ের তিন এবং করিমগঞ্জের এক পড়ুয়া মেধা তালিকায় নিজেদের অবস্থান পাকা করে। ঘটনাচক্রে এই চার মেধাবীই হল ছাত্রী। প্রদর্শন ভাল হলেও বরাকের আরেক জেলা হাইলাকান্দির কেউ মেধা তালিকার ধারেকাছেও ঘেঁষতে পারেনি।
এদের মধ্যে কাবুগঞ্জ হলিক্রস স্কুলের সিনাম যাইফারি চানু সবচেয়ে ভাল ফল করেছে। ৬০০’ র মধ্যে ৫৯১ নম্বর নিয়ে মেধা তালিকায় চতুর্থ স্থান দখল করেন সিনাম। শীর্ষাস্থানে থাকা ঢেকিয়াজুলির হৃদম ঠাকুরিয়া থেকে সিনামের নম্বরের পার্থক্য ছিল মাত্র তিন নম্বরের। ৫৯৪ নম্বর নিয়ে মেধা তালিকায় শীর্ষস্থান নিশ্চিত করেন হৃদম। শিলচর কলেজিয়েট স্কুলের রিতাজা দেব ৫৮৬ নম্বর পেয়ে নবম স্থান দখল করেন। সমসংখ্যক নম্বর নিয়ে মেধা তালিকায় নিজের নাম নবম স্থানে দেখতে পান শিলচর হলিক্রস স্কুলের দীক্ষিতা ভট্টাচাৰ্য। কাছাড়ের পাশাপাশি করিমগঞ্জের একজন মেধা তালিকায় স্থান পান। তিনি হলেন রোনাল্ডস মেমোরিয়াল হাইস্কুলের সুকন্যা দাস। ৫৮৬ নম্বর নিয়ে তিনিও নবম হন।
প্রশ্নপত্র লিক হওয়ার ইস্যু নিয়ে এবার বেশ বিতর্ক দেখা দিয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। তবে চার কন্যার সাফল্য যে বিতর্কের ক্ষতে যে আনন্দের মলম লাগিয়ে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য এবারের মাধ্যমিকে ৪,১৫,৩২৪ জন প্রার্থী পরীক্ষায় বসেছিলেন এবং মোট ৩,০১,৮৮০ জনের মধ্যে ৯৪,৯১৩ জন প্রথম বিভাগে, ১,৪৮,৫৭৩ জন দ্বিতীয় বিভাগে এবং ৫৮,৯৩৪ জন তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।