অনলাইন ডেস্ক : পুলিশ প্রশাসনে কাজের সুবিধার জন্য ডিমাহাসাও জেলাকে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির আওতা থেকে কেটে সরিয়ে সংযুক্ত করা হলো হিল রেঞ্জের ডিআইজির অধীনে। বর্তমানে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির অধীনে রইলো শুধু বরাক উপত্যকার তিন জেলা কাছাড় করিমগঞ্জ এবং হাইলাকান্দি। সম্প্রতি সরকারের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ জারি করা হয়েছে।
নতুন করে গঠিত হওয়া হিল রেঞ্জে রয়েছে কার্বি আংলং ,হামরেন এবং ডিমাহাসাও জেলা। হিল রেঞ্জের হেডকোয়ার্টার গড়ে তোলা হয়েছে ডিফুতে। যেমনটা দক্ষিণ অসম রেঞ্জের হেডকোয়ার্টার রয়েছে শিলচরে।
প্রসঙ্গত দক্ষিণ অসম রেঞ্জের হেডকোয়াটার আগে ছিল হাফলং-এ। পরবর্তীতে বরাক উপত্যকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ১৯৮২ সালে তা স্থানান্তরিত করা হয় শিলচরে। শিলচরে হেডকোয়ার্টার স্থানান্তরের পর প্রথম দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজি হিসেবে কার্যনির্বাহ করেন এস সি কাকতি। এরপর একে একে কার্যনির্বাহ করে গেছেন আরও ২৩ জন। বর্তমানে ২৫ নম্বর ডিআইজি হিসেবে কর্মরত রয়েছেন কঙ্কনজ্যেতি শইকীয়া। ডিমাহাসাওকে দক্ষিণ অসম রেঞ্জের ডিআইজির আওতা থেকে কেটে বাদ দিয়ে হিল রেঞ্জে সংযুক্তিকরণের পাশাপাশি কাজের সুবিধার্থে রাজ্যের অন্যান্য রেঞ্জেও এভাবে কিছু জেলা রদবদল করা হয়েছে বলে জানা গেছে।