অনলাইন ডেস্ক : বহু প্রতীক্ষিত শিলচর-সৌরাষ্ট্র মহাসড়ক নির্মাণ কাজ আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডরের নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মানের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মান কাজের দায়িত্ব পেয়েছে গুজরাটের দীনেশ চন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামের নির্মান সংস্থা। ইতিমধ্যে এই নির্মান সংস্থা ওয়াপু ও মিয়াংক্রোতে দুটি শিবির নির্মান করে কাজ শুরু করে দিয়েছে। নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা পয়েন্ট পর্যন্ত অংশে তীব্র গতিতে চলছে নির্মান কাজ। কারণ ওই অংশের এন লেইকুলের এস টার্নিংয়ে নির্মান করা হবে ইলিভেটেড চারলেন সড়ক। যার দরুন ওই অংশের কাজে বর্তমানে গতি এসেছে। তাছাড়া শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডরের বাকি পরে থাকা বালাছড়া থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক নির্মান ও নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটারের অবশিষ্ট ৪৯ কিলোমিটার অংশের নির্মান কাজ সম্পূর্ণ করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার তৎপর হয়ে উঠেছে।
শুক্রবার নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা অংশের নির্মান কাজ পরিদর্শন করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লোসা। পরিদর্শন কালে তিনি নির্মান কাজের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি কথা বলেন নির্মান সংস্থার ম্যানেজার ইঞ্জিনিয়ার ও কর্মীদের সঙ্গে। এদিন নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা অংশের কাজ পরিদর্শন করে অনেকটায় সন্তোষ ব্যক্ত করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। তিনি জানিয়েছেন অনান্যবারের তুলনায় এবার কাজ চলছে তীব্র গতিতে। বর্ষার আগেই সড়ক নির্মানের কাজ যে পর্যায়ে এগিয়ে যাচ্ছে এতে করে এবার বর্ষায় এই সড়ক পথটি সচল থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী নন্দিতা গার্লোসা। উল্লেখ্য প্রথমে এই সড়ক নির্মান কাজের দায়িত্ব ছিল এনকেসি নামের নির্মান সংস্থার কাছে কিন্তু প্রবল ভূতাত্ত্বিক সমস্যার কবলে পড়ে এনকেসি এই অংশের নির্মান কাজ ছেড়ে চলে যাওয়ার পর দীর্ঘ কয়েক বছর জোরা তালি দিয়ে কোনও মতে এই রাস্তাটিকে সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কারণ নৃরিমবাংলো থেকে জাটিঙ্গা অংশের এন লেইকুল অংশ ক্রমশ ধস নেমে ক্রমশ বিপদজনক হয়ে পড়েছিল।
অবশেষে জাপানিজ একটি কোম্পানিকে দিয়ে ওই অংশের মাটির গুনগত মান পরীক্ষা করার জন্য জাপানিজ একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়। তারপর নতুন করে ডিপিআর তৈরি হওয়ার পর নৃরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ৪৯ কিলোমিটার অংশের কাজের দায়িত্ব জাতীয় সড়ক কর্তৃপক্ষ তুলে দেয় গুজরাটের দীনেশ চন্দ্র আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড কোম্পানির হাতে। এবং এই ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মানের কাজ হবে সম্পূর্ণ বিদেশী পদ্ধতিতে। এবং এই কাজ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০২৬ সালের মার্চের মধ্যে এই ৪৯ কিলোমিটার চারলেন সড়ক নির্মানের কাজ সম্পূর্ণ করতে হবে নির্মান সংস্থাকে এরমধ্যে চার কিলোমিটার এলিভেটেড সড়ক নির্মান করা হবে এবং ১৪ টি এলিভেটেড টাওয়ার নির্মানের পাশাপাশি ৫৫০ মিটার এলাকায় নতুন স্ট্রাকচার নির্মান করা হবে বলে নির্মান সংস্থাটি জানিয়েছে।