অনলাইন ডেস্ক : ৬,১০০ যুবক-যুবতীর কর্মসংস্থানের জন্য ৮,২০০ কোটি টাকার বেশি মূল্যের প্ৰকল্পে মউ স্বাক্ষর করেছে অসম সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে প্ৰথমসারির ১০টি কোম্পানি অসম সরকারের সঙ্গে মেগা শিল্প প্রকল্প স্থাপনের জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছে।
রাজ্যে বিজেপি জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির দিন অসম সরকারের সঙ্গে প্ৰথমসারির ১০টি কোম্পানি মেগা শিল্প প্রকল্প স্থাপনের জন্য রেকর্ড বিনিয়োগ করবে বলে চুক্তিবদ্ধ হয়েছে। শিল্প প্রকল্পগুলির মধ্যে অন্যতম এফএমসিজি, সিমেন্ট, গ্লাস, ইভি প্রভৃতি৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰী বলেন, রাজ্য সরকারের দ্বিতীয় বৰ্ষপূৰ্তির প্রাক্কালে আমাদের উন্নতিশীল অর্থনীতি আরও একটি অগ্রগতি লাভ করেছে৷ আজ ৮,২০০ কোটি টাকার বিনিয়োগ করতে দেশের প্রথমসারির শিল্পপ্রতিষ্ঠান যথাক্ৰমে পেপসিকো ইন্ডিয়া, বরুণ বেভারেজ, ক্যালকম সিমেন্ট ইন্ডিয়া, স্টার সিমেন্ট এনই লিমিটেড, সেঞ্চুরি ফ্লোট গ্লাস লিমিটেড, তাজ সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড, স্টার সিমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ডিএস গ্রুপ, আদানি গ্ৰুপের পচনশীল কার্গো ইত্যাদি কর্তৃপক্ষ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। এতে ৬,১০০টি কর্মসংস্থান তৈরি করবে৷
অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন মন্ত্রীবর্গ যথাক্রমে অর্থ, মহিলা ও শিশু উন্নয়ন দফতরের অজন্তা নেওগ; শিল্প ও বাণিজ্য, সাংস্কৃতিক পরিক্ৰমা দফতরের বিমল বরা; কৃষি, উদ্যান শস্য, পশুপালন, সীমান্ত অঞ্চল উন্নয়ন এবং অসম চুক্তি রূপায়ণ দফতরের অতুল বরা; শ্ৰম-উন্নয়ন, চা জনজাতি উন্নয়ন দফতরের সঞ্জয় কিষাণ; জনস্বাস্থ্য ও কারিগরি, দক্ষতা বিকাশ ও উদ্যোগ এবং পৰ্যটন দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া; রাজস্ব ও পাৰ্বত্য অঞ্চল উন্নয়ন দফতরের যোগেন মোহন; হস্ততাঁত ও বস্ত্ৰশিল্প, ভূমি সংরক্ষণ, সমতল জনজাতি উন্নয়ন (বিটিআর, বড়োল্যান্ড) দফতরের উৰ্খাও গৌরা ব্ৰহ্ম। এছাড়া ছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা।