অনলাইন ডেস্ক : কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৫তম জন্মবার্ষিকী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। এরই অঙ্গ হিসেবে সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত হতে চলেছে অনলাইনে কিশোর কুমারের গাওয়া গানের প্রতিযোগিতা। ইতিমধ্যে প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৫ মে পর্যন্ত।
ফ্যানস ক্লাবের কর্মকর্তা সুজিত কুমার দাস এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনও ফি লাগবে না। যেহেতু সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে, তাই প্রতিযোগীদের নাম ইংরেজিতে লিখে তা নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে। ১৬ বছরের উর্ধ্বে যে কেউ-ই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এতে বয়সের কোন উর্ধ্বসীমা রাখা হয়নি। প্রতিযোগীকে পাসপোর্ট সাইজের ছবি সহ নিজের নাম-ঠিকানা উল্লেখ করতে হবে ইংরেজি বড় হাতের অক্ষরে। দিতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরও।