অনলাইন ডেস্ক : বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ( বাকস ) পরিচালিত নীলোৎপল চৌধুরী স্মৃতি নকআউট ফাইভ এ সাইড ফুটবলে চ্যাম্পিয়নের শিরোপা পেল যুগশঙ্খ। বৃহস্পতিবার শিলচর ফুটবল একাডেমীর অস্ট্রো টার্ফে অনুষ্ঠিত আসরের ফাইনালে তারা হারায় গতি দৈনিককে। ১-০ গোলে। উল্লেখ্য, আসর আয়োজনে বাকস -র দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাছাড় পুলিশ।
মিডিয়া ফুটবলকে ঘিরে বৃহস্পতিবার একটা সাজো সাজো ভাব ছিল শিলচর একাডেমীর চত্বর জুড়ে। তমোজিৎ ভট্টাচাৰ্য, উত্তম সাহা, মিলন উদ্দিন লস্করদের মত ভেটারেনদের পাশাপাশি অনেকেই উপস্থিত ছিলেন। নির্ধারিত সময়েই সাতদলীয় আসরের সূত্রপাত হয়। দিনের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন যুগশঙ্খ ৩-০ গোলে হারায় প্রান্তজ্যোতিকে। সালেমথাং মার দুটি এবং জন এল ভাহেপায় এক গোল করেন। পরের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইর পর ই- মিডিয়াকে ২-১ গোলে হারায় মিডিয়া সুপার। বিজয়ী দলের হয়ে গোল করেন ইকবাল বাহার লস্কর, বাপ্পি আচার্যী। ই মিডিয়ার সান্ত্বনাসূচক গোলদাতা সঞ্জীব সিং। পরের ম্যাচে নিরুপম দাসের দারুণ হ্যাটট্রিকে বার্তালিপিকে ৩-০ গোলে হারায় রানার্স গতি দৈনিক।
বাই পেয়ে সাতদলীয় আসরে সেমিফাইনালে উঠে সাময়িক প্রসঙ্গ। সেমিতে তাদের প্রতিপক্ষ ছিল যুগশঙ্খ। দারুণ ফুটবল উপহার দিয়েও শুধুমাত্র দুর্বল ভাগ্যের পরিপ্রেক্ষিতে শেষ হাসি হাসতে পারেনি সাময়িক প্রসঙ্গ। ২-০ গোলে প্রথম সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে যুগশঙ্খ। তাদের হয়ে গোল করেন পীযুষ নাথ এবং সালেমথাং মার। অপর সেমিতে মিডিয়া সুপারকে ১-০ গোলে হারায় গতি দৈনিক। সেমিফাইনালেরও নায়ক নিরুপম। একমাত্র গোলটা করেন তিনিই। ফাইনালে অবশ্য ভাগ্য শিকে ছিড়েনি নিরুপমের। এবার সালেমথাং শেষ হাসি হাসেন। তাঁর গোলেই আসরে খেতাব জয়ের শিরোপা পায় যুগশঙ্খ। তবে হারলেও ফাইনালে দারুণ লড়াই উপহার দেয় গতি দৈনিক।
ফাইনাল শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান সালেমথাং মার। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন গতির চিন্ময় নাথ। যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন সালেমথাং মার এবং নিরুপম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাকস কাছাড় কমিটির সচিব অভিজিৎ ভট্টাচাৰ্য। সাতটি দলের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। আসরের ইনচার্জ চন্দন শর্মাকেও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। বাকস -র পক্ষ থেকে আসরের স্পনসর কাছাড় পুলিশের হাতে স্মারক তুলে দেওয়া হয়। আর তা গ্রহণ করেন পুলিশ সুপার নুমোল মাহাত্তা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিলচর ডিএসএ সভাপতি বাবুল হোড়, সহ সভাপতি সুজন দত্ত, মাইনর গেমস সচিব শম্ভু চৌধুরী, শিলচর স্পোর্টিং অনুপ রায়, পুলিশ সুপার নুমাল মাহাত্তা, প্রান্তজ্যোতির চিফ এডিটর নিলয় পাল, যুগশঙ্খর ডিরেক্টর নীলাক্ষ চৌধুরী, সীমান্ত ভট্টাচাৰ্য, বাকস – কেন্দ্রীয় সচিব রবি হাজাম, পর্যবেক্ষক শতানন্দ ভট্টাচাৰ্য প্রমুখ। সারাদিন ব্যাপী মজাদার ধারাভাষ্য -র মাধ্যমে উৎসবকে সজীব রাখেন দেবাশীষ পুরকায়স্ত, সায়ন বিশ্বাস, দিলীপ সিংরা। সত্যিই উৎসবই বটে।